Investments Tips : শুধু উপার্জন করলেই আর্থিক অবস্থা ভালো হয় না। সঠিক জায়গায় সঠিক সময়ে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তবেই আপনি আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। এখনো যদি আপনি বেতন বাড়ার জন্য অপেক্ষা করেন তাহলে সেই চিন্তাভাবনা ঝেড়ে ফেলে দিন। কম অর্থ উপার্জন করেও কীভাবে বিনিয়োগ করতে পারবেন আপনি, জানুন।
লাভজনক বিকল্প SIP
আপনি যদি ৩০ হাজার টাকা বেতন পান, সে ক্ষেত্রেও আপনি বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে একাধিক অপশন রয়েছে বিনিয়োগের ক্ষেত্রে। তবে যদি আপনি সামান্য ঝুঁকি নিতে পারেন তাহলে বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে লাভজনক বিকল্প হল SIP।
Systematic Investment Plan
SIP-তে বিনিয়োগ করার জন্য প্রথমে বাজেট তৈরি করতে হবে আপনাকে। একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ রাখতে হবে বিনিয়োগের জন্য। এবার আপনি আপনার দরকার অনুযায়ী বিভিন্ন ধরনের স্কিমে টাকা রাখুন। চেষ্টা করুন একাধিক স্কিম বা প্ল্যানে টাকা ভাগ করে রাখতে।
মেনে চলুন ৫০-৩০-২০ নিয়ম
৫০-৩০-২০ এই নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে সব থেকে সুবিধা হবে আপনার। এই নিয়ম অনুযায়ী, ৫০ শতাংশ অর্থ দিয়ে আপনি আপনার প্রতিদিনের খরচ চালান। বাকি ৩০ শতাংশ বিভিন্ন দরকার বা ইচ্ছের জন্য খরচ করুন। অবশিষ্ট ২০ শতাংশ অবশ্যই বিনিয়োগ করার চেষ্টা করুন।
আরও পড়ুন : ২০ হাজার টাকা বেতনেও কীভাবে হবেন কোটিপতি? জানুন সঞ্চয়ের এই ট্রিকস
SIP ছাড়াও বিনিয়োগ করতে পারেন এই জায়গাগুলোতে
বিনিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। এসআইপি, মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট, ফিক্সড ডিপোজিট, সোনা, হেলথ এবং টার্ম ইন্সুরেন্স। এই এতগুলি বিকল্প রয়েছে আপনার বিনিয়োগের ক্ষেত্রে। তবে বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে।
আরও পড়ুন : Fixed Deposit -এ সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে এই ২০টি ব্যাঙ্ক, দেখুন তালিকা
বিনিয়োগের ক্ষেত্রে মাথায় রাখবেন কোন কোন বিষয়?
যেখানে বিনিয়োগ করছেন সেখানে ট্যাক্স ছাড় আছে কি? কতটা রিস্ক আছে? কোনও সমস্যা হবে না তো? এই সবকিছু চিন্তা ভাবনা করে পছন্দমত স্কিমে বিনিয়োগ করুন। অবসরের জন্য টাকা জমাতে হলে লং টার্ম প্ল্যানে বিনিয়োগ করতে হবে আপনাকে। সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন যদি নিশ্চিত রিটার্ন চান।