Business Idea : এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে একটি ভাল চাকরি টিকিয়ে রাখা কঠিন সাধ্য ব্যাপার। এদিকে খরচ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে অনেকেই আর স্বল্পমূল্যের চাকরি করতে চাইছেন না। এহেন অবস্থায় আপনার কাছে যদি থাকে এক টুকরো জমি তাহলেই আপনি শুরু করতে পারবেন ব্যবসা। কী ব্যবসা ? জানুন।
বড় অংকের মূলধনের প্রয়োজন নেই
বর্তমানে অনেকেই ব্যবসা শুরুর কথা চিন্তাভাবনা করছেন। কিন্তু চিন্তা ভাবনা করলেই হবে না, ব্যবসার জন্য লাগে মূলধন যেটি সকলের কাছে থাকে না। তবে আজ যে ব্যবসার কথা বলা হবে সেটি শুরু করতে গেলে বেশি মূলধন লাগবে না। শুধু আপনার কাছে পর্যাপ্ত জমি থাকলেই হবে।
শুরু করুন এই গাছের ব্যবসা
আজ যে ব্যবসার কথা আপনাদের জানানো হবে সেটি শুরু করলে প্রথমেই হয়তো উপার্জন করতে পারবেন না আপনি। এই ব্যবসার মূল মন্ত্র হলো ধৈর্য ধরে রাখা। তবে এই ব্যবসাটি শুরু করার নির্দিষ্ট সময়ের পর আপনাকে আর চাকরি করতে হবে না। বাড়িতে এক টুকরো জমি থাকলেই শুরু করতে পারেন মেহগনি গাছের ব্যবসা।
বাজারে কত দামে বিক্রি হচ্ছে এই গাছের কাঠ
বর্তমানে মেহগনি গাছ বাজারে ২ হাজার টাকা প্রতি মিটার হিসাবে বিক্রি হচ্ছে। এই হিসেব অনুযায়ী, একটি গাছ আপনি বিক্রি করতে পারবেন ৪০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে। আপনি যদি এখন ব্যবসাটি শুরু করেন তাহলে ১২ বছর পর যখন আপনি আপনার গাছ বিক্রি করবেন তখন এই অর্থের মূল্য আরো বেশি বেড়ে যাবে।
১ একর জমি থাকলেই কেল্লাফতে
আপনার কাছে যদি ১ একর জমি থাকে সে ক্ষেত্রে আপনি লাগাতে পারবেন ১০০০ টি গাছ। ১২ বছরের মধ্যে গাছ বড় হয়ে যাবে। ১ হাজার গাছ থেকে পাওয়া যাবে ২০ হাজার কিউবিক ফিট কাঠ।
আরও পড়ুন : চাকরির চিন্তা ভুলে যান, কম পুঁজিতে এই ব্যবসা শুরু করলে মাসে কামাবেন মোটা টাকা
কীভাবে উপার্জন করবেন ১ কোটি টাকা
ন্যূনতম যদি দাম ধরা যায়, সে ক্ষেত্রেও আপনি প্রত্যেক কিউবিক ফিট থেকে পাবেন কমপক্ষে ৫০০ টাকা। এবার ২০ হাজার কিউবিক ফিট কাঠ যদি আপনি এই মূল্যে বিক্রি করেন তাহলেই পেয়ে যাবেন ১ কোটি টাকা।
আরও পড়ুন : কম পুঁজির ২৫টি বিজনেস আইডিয়া, ১০ হাজারেরও কমে শুরু করতে পারবেন ব্যবসা
মাত্র ১ লাখ খরচে ৯৯ লাখ টাকা লাভ হবে আপনার
গাছ লাগানো থেকে গাছ বড় হওয়া পর্যন্ত আপনার মোট খরচ হবে ১ লাখ টাকা। অর্থাৎ মাত্র ১ লাখ টাকা বিনিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন ১ কোটি টাকা। হিসেব অনুযায়ী, ৯৯ লাখ লাভ হবে আপনার।