Mobile Phone : মোবাইল ফোন (Mobile Phone) ছাড়া যে মানুষের জীবন একেবারেই অচল, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অনেকে যেমন কিছুদিন অন্তর অন্তর মোবাইল ফোন পাল্টে ফেলেন তেমন অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে একই ফোন ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিশেষত ইনস্টাগ্রামে দাবি করা হচ্ছে, ৫ বছরের পুরনো ফোন নিষিদ্ধ হয়ে যাবে এবার। কিন্তু কেন? সত্যি যদি এমনটা হয় তাহলে কী করবেন আপনি? জানুন বিশদে।
পুরনো মোবাইল ফোন ব্যবহার নিয়ে উঠে এলো বড় তথ্য
অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে একটি ফোন ব্যবহার করে চলেছেন। বিশেষত নিম্ন মধ্যবিত্ত মানুষের বাড়িতে বারবার ফোন কেনার চল নেই। এহেন পরিস্থিতিতে বহু মানুষ রয়েছেন যারা পুরনো ফোন ব্যবহার করে চলেছেন বছরের পর বছর। এবার এই পুরনো মোবাইল নিয়েই একটি বিরাট তথ্য সামনে উঠে এসেছে।
লাগু হল SAR ভ্যালুর নতুন স্ট্যান্ডার্ড
জানা গেছে, মোবাইল ফোন স্ক্র্যাপিং নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে ৫ বছরের পুরনো ফোনের ব্যবহার একেবারে নিষিদ্ধ করে দেওয়া হবে। সরকারের নির্দিষ্ট SAR মানের ফলেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাচ্ছে এই তথ্য।
SAR মান কী?
মোবাইল ফোন থেকে কত পরিমান রেডিয়েশন নিঃসরণ হবে সেটাই নির্ধারিত হয় এস এ আর ভ্যালু দ্বারা। প্রত্যেকটি ডিভাইসের জন্য এই মান স্থির করে রাখা হয়। কোনও ডিভাইসের এস এ আর মান 1.6W kg-এর বেশি হওয়া উচিত নয়। ২০১৩ সালের ১ লা সেপ্টেম্বর ভারত সরকার দ্বারা এই নিয়মটি ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন : সিম-ইন্টারনেট ছাড়া যত খুশি করুন ভিডিও কল! নতুন পদক্ষেপ ভারত সরকারের
সব পুরনো মোবাইলের ব্যবহার কি বন্ধ হবে?
না, এই দাবি সম্পূর্ণ মিথ্যে। টেলি যোগাযোগ দপ্তরের দাবি অনুযায়ী, সরকার ইতিমধ্যে SAR ভ্যালুর স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন। এই স্ট্যান্ডার্ড প্রত্যেকটি মোবাইল কোম্পানিকে মেনে চলতে হয়। এই SAR ভ্যালুর ডিটেলস স্মার্টফোনের বক্সে রেকর্ড করা হয়। তবে কোনও মোবাইল ফোন বাতিল করার কথা জানানো হয়নি দপ্তরের তরফ থেকে।
আরও পড়ুন : UPI লেনদেনে ৭৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন! জানুন কীভাবে
কী জানাচ্ছে টেলি যোগাযোগ বিভাগ?
টেলি যোগাযোগ বিভাগের পক্ষ থেকে ৫ বছরের পুরনো ফোন বন্ধের কোনও আদেশ এখনো পর্যন্ত জারি করা হয়নি। স্বাভাবিকভাবেই আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন আপনার স্মার্টফোন। তবে আপনি যদি আপনার ফোনের এস এ আর মান চেক করতে চান, তাহলে ফোনের বক্সে দেখে নিতে পারেন অথবা স্মার্টফোনে *#07#ডায়াল করে SAR মান চেক করে নিতে পারেন।