Indian Railways : বাংলার ‘মা ক্যান্টিন’, যেখানে পাওয়া যায় পাঁচ টাকায় ডিম ভাত। নিতান্তই কম নয় সেই পরিমাণ। এবার ভারতীয় রেলও শুরু করতে চলেছে নামমাত্র খরচে ভরপেট খাবারের ব্যবস্থা। মাত্র ২০ টাকায় পেয়ে যাবেন রকমারি খাবারের আইটেম। জানুন ২০ টাকার বিনিময়ে আপনার কাছে থাকছে ঠিক কী কী খাবারের অপশন (IRCTC Menu)।
নামমাত্র মূল্যে খাবার পাবেন জেনারেল কামরার যাত্রীরা
যারা মূলত দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাদের কাছে এই স্কিম হতে চলেছে খুব লাভজনক। এই খাবারের স্টল লাগানো হবে জেনারেল কামরার কাছে। বোঝাই যাচ্ছে, জেনারেল কামরার মানুষদের সব থেকে সুবিধা হবে এই ব্যবস্থা চালু হলে, কারণ খাবার কেনার জন্য বেশি হাঁটাহাঁটি করতে হবে না তাদের।
২০ এবং ৫০ টাকার নতুন দুই খাবারের প্লেট চালু করল ভারতীয় রেল
যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আপাতত ২০ টাকা এবং ৫০ টাকার দুটি স্কিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। যারা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাদের পথে খাবার কিনতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই যাত্রীদের সুবিধার্থে এই নতুন নিয়ম চালু করল রেল। দূরপাল্লার ট্রেনের যাত্রীরা বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, সেই সমস্ত যাত্রীরা এই স্কিমগুলির মাধ্যমে ভীষণ উপকৃত হবেন।
মেনুতেও থাকবে প্রচুর অপশন। নর্থ ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়ান সবকিছু পেয়ে যাবেন আপনি, মাত্র ২০ টাকায়। আপনি পেয়ে যাবেন পাও ভাজি থেকে শুরু করে পুরি সবজি পর্যন্ত। পেয়ে যাবেন দক্ষিণ ভারতীয় বা চাইনিস যে কোনও ডিশ।
আরও পড়ুন : ট্রেনে বিপদে পড়লেই ফোন করুন এই নম্বরে! ২ মিনিটেই হবে সমস্যার সমাধান
কী কী খাবার থাকবে ২০ ও ৫০ টাকার প্লেটে?
২০ টাকার প্লেটে পাবেন ৭টা লুচি, শুকনো আলুর তরকারি এবং আচার। ৫০ টাকার প্লেটে খাবারটা কিছু বেশিই পাবেন। এতে থাকবে রাজমা, ভাত, ছোলে ভাটুরে, খিচুড়ি, কুলচা, পাওভাজি, মশালা ধোসা। নিজের পছন্দ মত যে কোনও ডিশ আপনি অর্ডার করতে পারেন। ৫০ টাকার স্কিমটিতে আপনি পাবেন ৩৫০ গ্রামের খাবারের প্লেট।
আরও পড়ুন : অনলাইনে টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন, বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম
কোথায় কোথায় চালু হল এই ব্যবস্থা?
প্রাথমিকভাবে দেশের ৬৪ টি রেল স্টেশনে এই ব্যবস্থা চালু করা হলো। প্রথমে ৬ মাস পরীক্ষা মূলক ভাবে চালানো হবে এই পরিষেবা। এই পরীক্ষামূলক পরিষেবা সফল হলে সমস্ত রেলস্টেশনকে এই সুযোগ সুবিধার আওতায় আনবে রেল।