Post Office Investment : অর্জিত অর্থ যখন নির্বিঘ্নে সঞ্চয় করার প্রসঙ্গ ওঠে, তখন আমাদের সবার আগে মাথায় আসে পোস্ট অফিসের (Post Office) কথা। পোস্ট অফিসে যেহেতু সুদের হার অনেকটাই বেশি তাই সবার আগে এই বিকল্পটাই বেছে নেন সকলেই। আজ আপনাকে বলবো পোস্ট অফিসের এমন কিছু স্কিমের (Post Office Scheme) কথা যেখানে আপনি কর ছাড় থেকে শুরু করে পেয়ে যাবেন ভালো রিটার্নের সুযোগ সুবিধা। চলুন আর দেরি না করে শুরু করা যাক।
পোস্ট অফিসের কোন স্কিমে কত রিটার্ন দেখে নিন
সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) : সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ করতে হয় আপনাকে। বিনিয়োগের কোনো উর্ধ্ব সীমা নেই। করমুক্ত রিটার্ন পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত। বার্ষিক সুদের হার ৪ শতাংশ। বার্ষিক ২০ হাজার টাকার বিনিয়োগে রিটার্ন পাবেন ২০ হাজার ৮০০ টাকা। যে কোনো ভারতীয় এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন।
টাইম ডিপোজিট অ্যাকাউন্টে সুদের হার
টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (Time Deposit Account) : ন্যূনতম বিনিয়োগ ১ হাজার টাকা। বিনিয়োগের কোন ঊর্ধ্ব সীমা নেই। টাইম ডিপোজিটে বার্ষিক সুদের হার ১ বছরে ৬.৯ শতাংশ, দুই থেকে তিন বছরে ৭.০ শতাংশ, পাঁচ বছরে ৭.৫%। ৫ বছর পর্যন্ত সাধারণ মানুষদের ক্ষেত্রে ৪০ হাজার টাকা, প্রবীণ নাগরিকদের জন্য ৫০ হাজার টাকার ওপর সুদের TDS কাটা হয়।
MIS অ্যাকাউন্টে সুদের হার
MIS (Monthly Income Scheme) : মাসিক সুদের কোন সুযোগ সুবিধা যদি আপনি চান তাহলে অবশ্যই মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। সর্বোচ্চ বিনিয়োগের সিঙ্গেল অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা, জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা। প্রতিমাসে ৭.৪ শতাংশ সুদ পাবেন আপনি। বার্ষিক ২০ হাজার টাকার বিনিয়োগে পাবেন ২১ হাজার ৪৮০ টাকা রিটার্ন। ৪০ হাজার টাকার উপর অর্জিত সুদে টিডিএস কাটা হবে। যে কোনো ভারতীয় এই অ্যাকাউন্টে সুযোগ-সুবিধা নিতে পারেন।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) : অবসরপ্রাপ্ত বেসামরিক বা প্রতিরক্ষা কর্মচারীদের জন্য এই স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস। ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে যে কোন ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্টের সুযোগ সুবিধা পেতে পারেন। ন্যূনতম বিনিয়োগ ১০০০ টাকা। বিনিয়োগের ঊর্ধসীমা ৩০ লক্ষ টাকা। সুদের হার ৮.২%। বার্ষিক ২০ হাজার টাকার বিনিয়োগে ২১,৭৮৫ টাকা রিটার্ন পাবেন আপনি। সিনিয়র সিটিজেন না হলে ৪০ হাজার টাকা এবং সিনিয়র সিটিজেন হলে ৫০ হাজার টাকার ওপর অর্জিত সুদে টিডিএস কাটা হবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) : যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমের সুযোগ সুবিধা পেতে পারেন। ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ প্রতি আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন আপনি। বার্ষিক সুদের হার ৭.১%। ৮০ সি ধারা অনুযায়ী সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন আপনি। বার্ষিক ২০ হাজার টাকার বিনিময়ে রিটার্ন পাবেন ২১,৪২০ কোটি টাকা।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে সুদের হার
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) : নূন্যতম ১ হাজার টাকা এবং সর্বোচ্চ অফুরন্ত বিনিয়োগ করতে পারেন আপনি। ৮০ সি ধারা অনুযায়ী সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা কর ছাড় পাবেন আপনি। বার্ষিক ২০ হাজার টাকার বিনিময়ে আপনি রিটার্ন পাবেন ২১,৫৪০ টাকা। যেকোনো ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্টে সুযোগ সুবিধা পাবেন।
আরও পড়ুন : মেয়াদের আগেই ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নিলে কত সুদ পাবেন? কত টাকার লোকসান হবে?
কিষান বিকাশ পত্রে সুদের হার
কিষান বিকাশ পত্র (KVP) : ন্যূনতম ১০০০ টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগের কোন উর্ধ্ব সীমা নেই। সুদ করযোগ্য হলেও ম্যাচিওর করার সময় যে টাকা আপনি পাবেন তাতে কোন কর কাটা হবে না। বার্ষিক ২০ হাজার টাকার বিনিময়ে আপনি রিটার্ন পাবেন ২১ হাজার ৫০০ টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ ৭.৫ %। যে কোনো ভারতীয় এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন : বিনিয়োগ করলেই টাকা ডাবল! রইল পোস্ট অফিসের সেরা ৫ টি স্কিমের হদিশ
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুদের হার
সুকন্যা সমৃদ্ধি যোজনা : নূন্যতম বিনিয়োগ প্রতি আর্থিক বছরে ২৫০ টাকা। সর্বোচ্চ বিনিয়োগ প্রতি আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা। ১০ বছর পর্যন্ত যে কোন কন্যা সন্তানের জন্য প্রযোজ্য এই স্কিম। তবে অবশ্যই তাদের হতে হবে পশ্চিমবঙ্গের নাগরিক। বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৮% সুদ পাওয়া যাবে। ২০,০০০ টাকার বিনিময়ে আপনি রিটার্ন পাবেন ২১,৫০০ টাকা।