ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! বৃষ্টির তান্ডবে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের এই ৯ জেলা

South Bengal : গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। তবে পাল্লা দিয়ে বেড়েছে শীত। সকাল থেকে কুয়াশার দাপট দেখা দিচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়‌। তবে এরই মধ্যে আবহাওয়া বদল সংক্রান্ত এলার্ট দিল আবহাওয়া দপ্তর। আজ রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কেমন থাকবে আগামী কালের আবহাওয়া (Weather Update)? জেনে নিন।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

রবিবার দক্ষিণবঙ্গের প্রায় কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে আবহাওয়া থাকবে শুষ্ক। সকাল থেকে হালকা কুয়াশা থাকবে। বেলাতে থাকবে রোদ ঝলমলে আকাশ। ঘন কুয়াশার সতর্কবার্তা কোথাও নেই।

আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে আজ দার্জিলিং জেলাতে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি হবে না। তবে ঘন কুয়াশা থাকবে সকাল থেকে। কুয়াশার কারণে জারি হয়েছে হলুদ সর্তকতা। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আজ শীতল দিনের মত পরিস্থিতি থাকবে।

আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

সোমবার এবং মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় হালকা বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোর কোথাও বৃষ্টি হবে না।

আরও পড়ুন : সাগরে ফুঁসছে নিম্নচাপ! দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়

সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঘন কুয়াশার দাপট থাকবে।

আরও পড়ুন : প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! তোলপাড় হবে বাংলা, জেলায় জেলায় জারি সর্তকতা

কবে থেকে কমবে শীত?

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে এই বৃষ্টির মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা কমার আভাস মিলবে। আগামী দুদিন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। তবে পরের তিনদিনে রাজ্যের জেলাগুলোর রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।