South Bengal : জানুয়ারি মাসের শেষের দিকে শীতের আমেজ বেশ উপভোগ করছেন বাংলার মানুষ। উত্তরবঙ্গে এখন প্রবল ঠান্ডা। দক্ষিণবঙ্গেরও তাপমাত্রা এখন নিচের দিকে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শীতের সঙ্গে বৃষ্টিও (Rain Forecast) এবার দেখাবে খেল।
আজকের উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কালিম্পং এবং আলিপুরদুয়ার ছাড়া অন্যান্য সমস্ত জেলায় ঘন কুয়াশার পূর্বভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদাতে শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঠান্ডার দাপট অব্যাহত থাকবে।
আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বদলে যাবে। তবে সোমবার কার্যত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। মঙ্গলবার থেকেই কার্যত রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির বদল হবে। শীতের পাশাপাশি বৃষ্টিও হবে জেলায় জেলায়।
২৪ ঘন্টার মধ্যে বদলে যাবে আবহাওয়া
আগামী ২৪ ঘন্টা কলকাতা এবং তার আশেপাশের এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা। উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। যার প্রভাবে জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার বিকেল থেকে উত্তর-পশ্চিম হাওয়ার বদলে রাজ্যে পূবালী হাওয়ার দাপট বাড়বে।
আরও পড়ুন : সাগরে ফুঁসছে নিম্নচাপ! দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট
দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি হবে?
আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি শুরু হবে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী পাঁচ থেকে ছয় দিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি চলবে। যদিও সোমবার অবশ্য দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার দার্জিলিং, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদীয়াতে বৃষ্টি হবে।
আরও পড়ুন : প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! তোলপাড় হবে বাংলা, জেলায় জেলায় জারি সর্তকতা
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। এই দিন দার্জিলিং এবং কালিম্পং জেলাতে তুষারপাতের সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে ২৩ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ শে জানুয়ারি শুক্রবার রাজ্য বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনিবারও রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।