Ration New Rules : ভারতবর্ষের একটি বড় সংখ্যক মানুষের কাছে রেশন কার্ড (Ration Card) ভীষণ গুরুত্বপূর্ণ নথি কারণ এই রেশন কার্ডের মাধ্যমে দুবেলা দু মুঠো খাবারের ব্যবস্থা করতে পারে নিম্ন মধ্যবিত্ত এবং দারিদ্র সীমার নিচে থাকা মানুষেরা। কিন্তু গতবছর এই রেশন কার্ড নিয়েই দুর্নীতির খবর উঠে এসেছে সকলের সামনে। এবার এই দুর্নীতিতে লাগাম টানার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়মে আনা হল বদল।
বদলে গেল রেশনের নিয়ম
রেশন কার্ড ব্যবহার করে ভারতবর্ষের বহু মানুষ স্বল্প দামে অথবা বিনামূল্যে চাল, ডাল, নুন, তেল কিনে সংসার চালান। মহামারীর সময় প্রতিটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এই মুহূর্তে প্রায় ৮০ কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী নিচ্ছেন। স্বাভাবিকভাবেই রেশন কার্ডের কোনও পরিবর্তন আসলে তা জেনে নেওয়া উচিত সকলের, নচেৎ অদূর ভবিষ্যতে পড়তে হবে বিপদে।
রেশন ডিলারদের প্রতি কেন্দ্র সরকারের নতুন নির্দেশ
গত ১৭ই জানুয়ারি কন্ট্রোল অডারে এই নির্দেশ পাঠানো হয়েছে। কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যকে এবার থেকে একটি হিসেব পাঠাতে হবে কেন্দ্রকে। কোন রেশন ডিলার কত পরিমান খাদ্য সামগ্রী পেয়েছেন এবং তিনি কতটা খাদ্য সামগ্রী বন্টন করেছেন তার একটি স্বচ্ছ হিসেবে পাঠাতে হবে কেন্দ্রকে।
তবে শুধু খাদ্য বন্টনের হিসেব নয়, তার পাশাপাশি কোনও উপভোক্তার মৃত্যুর পর তার রেশন কার্ড বাতিল করা হয়েছে কি না,কোনও ব্যক্তির নতুন করে রেশন কার্ড তৈরি করা হয়েছে কিনা সেই তথ্যও পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। রেশন ডিলারদের থেকে ডাটা সঞ্চয় করে সেই ডাটা পাঠাতে হবে কেন্দ্র সরকারকে।
আরও পড়ুন : কার্ড পাল্টালেই মিলবে দ্বিগুণ রেশন! জানুন কীভাবে বদলাবেন Ration Card
রেশনের নতুন নিয়মে কী সুবিধা হবে? কারা অসুবিধায় পড়বেন?
অনেক সময় দেখা যায় উপভোক্তার মৃত্যুর পরেও তার পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির নামে রেশন সামগ্রী নিচ্ছেন। আবার অনেক সময় এও দেখা যায় রেশন কার্ড থাকা সত্ত্বেও সেই সুযোগ-সুবিধা পাচ্ছেন না উপভোক্তারা। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্যই এই নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুন : করুন এই একটি ছোট্ট কাজ, নাহলে আর ফ্রীতে মিলবে না রেশন
রাজ্য খাদ্য দপ্তরের প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশ
রেশন ডিলারদের খাদ্য সামগ্রী বন্টনের এই হিসেবে পাঠানোর দায়িত্ব রাজ্য খাদ্য দপ্তরের। তবে এই পরিবর্তন নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তর। ইতিমধ্যেই রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে দাবী করা হয়েছে, এখন সমস্ত কাজ অনলাইনে হয়ে থাকে তাই স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন উঠতেই পারে না। এই নিয়ম পরিবর্তনের ফলে আগামী দিনে রেশন কার্ড নিয়ে যে আরো বেশি স্বচ্ছতা তৈরি হবে তা বলাই বাহুল্য।