Nitish Kumar : আর কিছুদিন পরেই হবে লোকসভা নির্বাচন। একদিকে যেমন রাম মন্দির প্রতিষ্ঠা করে নিজের মাটি শক্ত করে ফেলেছে বিজেপি তেমন অন্যদিকে টালমাটাল অবস্থা বিরোধীদের। এর মধ্যেই আবার বিরোধী জোট ভেঙে বিজেপিতে প্রবেশ করলেন নীতিশ কুমার (Nitish Kumar)। দলবদল নিয়ে রীতিমতো রেকর্ড করে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এবারে নীতিশ কুমারকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কী বললেন তিনি?
বিজেপির মাটি শক্ত থাকলেও বিরোধীদের অবস্থা টালমাটাল
২০২৪ রাজনীতির মানুষদের কাছে একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। আগামী লোকসভা নির্বাচনে কে জিতবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা তুঙ্গে। তবে এই মুহূর্তে রাম মন্দির প্রতিষ্ঠা করে কয়েক লাখ মানুষের মনে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে ইন্ডিয়া জোটের এখন টালমাটাল অবস্থা চলছে।
INDIA জোট ছাড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
বিজেপিকে হারানোর জন্যই বিজেপি বিরোধী দলগুলি তৈরি করেছিল ইন্ডিয়া জোট। এই জোটে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ আরো ২৪ টি দল। কিন্তু যত উৎসাহ নিয়ে এই দলটি গঠন করা হয়েছিল, সেই তৎপরতা এখন আর দেখা যাচ্ছে না দলের সদস্যদের মধ্যে। এর মধ্যেই লোকসভার মাত্র কয়েকদিন আগেই বিরোধী জোট ভেঙে বেরিয়ে এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
এর আগেও একাধিকবার দল বদলেছেন নীতিশ কুমার
গত রবিবার নীতিশ কুমার নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজ্যে নতুন করে সরকার গঠন করার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে ফের যোগদান করেন তিনি। তবে নীতিশের এই রদবদলের ঘটনা নতুন কিছু নয়। এর আগে আটবার দল ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি। ক্ষমতায় থাকার জন্য তিনি যে সবকিছু করতে পারেন তা খুব ভালো করেই জানেন সকলেই। কিন্তু এই রদ বদলও তাকে এনে দিতে পারবে না সাফল্য, এমনটাই মনে করছেন প্রশান্ত কিশোর ওরফে পিকে।
নীতিশ কুমারকে নিয়ে কী ভবিষ্যৎবাণী দিলেন প্রশান্ত কিশোর?
প্রশান্ত কিশোর বলেন, বিহারে এই যে বিজেপি জেডিইউ নবগঠিত জোট, তা ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন পর্যন্ত স্থায়ী হবে না। বর্তমানে যে জোটটি তৈরি হল, নিতিশ কুমার এনডি-এর মুখ হলেন এবং বিজেপির সমর্থন পেলেন তা বিহার বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্তও টিকে থাকবে না। এটি আমি হলফ করে বলতে পারি। ২০২৪ সালের লোকসভা নির্বাচন হওয়ার ছয় মাসের মধ্যেই এই জোট ভেঙ্গে যাবে।
আরও পড়ুন : ২০২৪ লোকসভা ভোটে জিতবে কে? কে হবেন প্রধানমন্ত্রী? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর
২০২২ সালেও নীতিশ কুমার এনডিএ জোট ছেড়েছিলেন। সেই সময় নীতিশ বলেছিলেন, নতুন অধ্যায়ের সূচনা করেছেন তিনি। বিহারের মানুষের চাওয়া পাওয়া মেটাবেন তিনি। এতকিছু হওয়া সত্ত্বেও সরকারটাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না। ২০১৩-১৪ সাল থেকে এই নিয়ে বিহার সরকার গঠনের ষষ্ঠতম প্রচেষ্টা ছিল এটি। সেবার প্রশান্ত কিশোর বলেছিলেন, কারোর রাজনৈতিক বা প্রশাসনিক প্রত্যাশা পূরণ না হলেই এমন হয়।
আরও পড়ুন : ২০২৪ লোকসভা নির্বাচন লড়তে পারবেন না BJP -র এই সদস্যরা, ফাঁস ব্লু প্রিন্ট
গত রবিবার নীতিশের এই ভোল বদলকে নিন্দা করে পিকে বলেন, এইভাবে শেষ মুহূর্তে দলবদল করা অত্যাধিক নিন্দনীয়। নীতিশ কুমার এখন জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে এমন কাজ না করাই উচিত। তবে তিনি যে দলেই যান না কেন, আগামী লোকসভায় ২০ টির বেশি আসনও তিনি পাবেন না। এর অন্যথা হলে আমি চাকরি ছেড়ে দেবো। পিকে – এর ভবিষ্যৎবাণী কতটা মিলবে তা বোঝাই যাবে লোকসভা নির্বাচনের পর।