প্রতিমাসে রোজগার হবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে স্বামী-স্ত্রী এইভাবে খুলুন অ্যাকাউন্ট

নিজেদের এবং সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সব সময় অর্থ উপার্জন করার পাশাপাশি সঠিকভাবে সেটিকে সঞ্চয় করতে জানতে হবে। এই অর্থ সঞ্চয় করার জন্য মানুষ বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে থাকেন, কিন্তু যদি সঠিক স্কিমে বিনিয়োগ না করেন সেক্ষেত্রে আপনার লাভের থেকে লোকসান হওয়ারই সম্ভাবনা থেকে যাবে। তাই সব থেকে ঝুঁকিহীন এবং নিরাপদ বিনিয়োগ করার স্থান হলো পোস্ট অফিস।

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme)

পোস্ট অফিসে একাধিক ছোট বড় স্কিম থাকে যেখানে আপনি আপনার অর্থ নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। এমনই একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় স্কিম হলো মাসিক ইনকাম স্কিম। এই স্কিমের অধীনে আমানতকারীরা একটি নির্দিষ্ট সুদের হারে প্রতিমাসে কিছু টাকা পেয়ে থাকেন। ভারত সরকার দ্বারা অনুমোদিত এই স্কিমটি সবথেকে বেশি নিরাপদ। আপনি যদি মাসিক কোন নিশ্চিত আয়ের খোঁজ করেন তাহলে অবশ্যই এই মাসিক ইনকাম স্কিমে আপনি বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে কত টাকা রাখতে পারেন?

নূন্যতম ১০০০ টাকা থেকে আপনি বিনিয়োগ করতে পারেন এই স্কিমে। তবে নূন্যতম অর্থের পাশাপাশি সর্বোচ্চ অর্থের সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারেন। ন্যূনতম ৫ বছরের জন্য আপনি এই বিনিয়োগ করতে হবে, তবে চাইলে সময়সীমা বাড়াতেই পারেন আপনি। মাসিক ইনকাম স্কিমে বর্তমানে ৭.৪% হারে সুদ পাবেন আপনি।

কারা আবেদন করতে পারেন?

এই স্কিমে যে কোনো ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারবেন। নাবালক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি বিনিয়োগ করবেন কিন্তু নাবালকের ক্ষেত্রে ১০ বছরের কম বয়স হলে এবং কোন অসুস্থ ব্যক্তি হলে সেক্ষেত্রে অভিভাবকের স্বাক্ষর প্রয়োজন হবে। আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে যদি আপনি ১৫ লক্ষ টাকা জমা করেন তাহলে প্রতিবছর ৭.৪ শতাংশ সুদের হারে আপনি পাবেন ১ লক্ষ ১১ হাজার টাকা রিটার্ন। মাসিক হিসেব করলে দাঁড়াবে ৯২৫০ টাকা।

আরও পড়ুন : টাকা-পয়সায় উথলে পড়বে সংসার! পুজোর ঘরে অবশ্যই রাখুন এই সমস্ত জিনিস

৫ বছরের মেয়াদ সম্পন্ন এই স্কিমটি আপনি যদি চান তাহলে মেয়াদ পূর্ণ হবার আগেও আপনি টাকা তুলে নিতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হবেন না। বিনিয়োগ করার ১ থেকে ৩ বছরের মধ্যে যদি টাকা তুলে নেন তাহলে ২ শতাংশ এবং ৩ থেকে ৫ বছরের মধ্যে যদি টাকা তুলে নেন তাহলে ১ শতাংশ টাকা কেটে তবে আপনার টাকা রিটার্ন করা হবে।

আরও পড়ুন : প্রতিমাসে ঢুকবে মোটা টাকা, গুগলের এই অ্যাপ ব্যবহার করে শুরু করুন রোজগার

কিভাবে আবেদন করবেন?

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করার জন্য অবিলম্বে আপনাকে পোস্ট অফিসের পোস্টমাস্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট বই, চেক বই সহ আপনাকে জমা করতে হবে ছবি, আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স। প্রয়োজনে পোস্ট অফিসের অন্য কোন অ্যাকাউন্ট হোল্ডারকারীর সই প্রয়োজন হতে পারে সাক্ষী হিসেবে।

আরও পড়ুন : ডেবিট নাকি ক্রেডিট কার্ড কোনটাতে লাভ বেশি? কোন কার্ডে বেশি সুবিধা পাওয়া যায়?