রেল-কৃষি-আয়কর থেকে সম্পতি-পেনশনে বড় ঘোষণা! নতুন বাজেটে কী কী থাকবে?

Budget 2024 : আজ ১লা ফেব্রুয়ারি। কেন্দ্রীয় সরকারের (Central Goverment) চলতি অর্থবছরের বাজেট পেশ করার দিন। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। তাই সেই দিকে গুরুত্ব অবশ্যই দেবে সরকার। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই জানিয়ে দিয়েছেন আজ কোনও বড় ঘোষণা তিনি করবেন না। তবুও কোন খাতে কেন্দ্র নতুন কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানার জন্য উদগ্রীব সকলে। এক নজরে দেখে নিন আজ কোন কোন বিষয়ে ঘোষণা হতে পারে।

NPS নিয়ে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের

চলতি অর্থবছরে এনপিএস সংক্রান্ত নিয়ম নীতিতে কিছু পরিশোধন আনতে পারে সরকার। যেমন এনপিএসে টাকা রাখার উপর কর ছাড় পাওয়া যায়। সরকারি কর্মচারীরা বার্ষিক বেতনের ১৪% বিনিয়োগে কর ছাড় পান। বেসরকারি কর্মচারীরা ১০ শতাংশ বিনিয়োগেই কর ছাড়ের সুবিধা পান। এই বাজেটে এই অসামঞ্জস্যতা মিটিয়ে দেওয়া হতে পারে।

স্ট্যান্ডার্ড ডিডাকশন নিয়ে নতুন পদক্ষেপ

অনেকেই আশা করে রয়েছেন এই অন্তর্বর্তী বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হতে পারে। ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯০ হাজার কিংবা ১ লক্ষ টাকা করা হতে পারে। গত বছর সরকারের নতুন আয়কর ব্যবস্থাতে স্ট্যান্ডার্ড ডিডাকশন যুক্ত হয়েছিল।

বেসিক এক্সেম্পশনের লিমিট

এই অন্তবর্তী বাজেটে মৌলিক ছাড়ের সীমা বৃদ্ধি হতে পারে। নতুন এবং পুরনো উভয় কর ব্যবস্থাতে এই ছাড় দেওয়া হতে পারে। ৫০,০০০ টাকা পর্যন্ত এই সীমা বাড়ানো হতে পারে। যার ফলে করদাতাদের উপর করের বোঝা অনেকটাই কমতে পারে।

সম্পতি ক্রয়-বিক্রয়ে কর ছাড়ের সুবিধা

বাড়ি বিক্রির ক্ষেত্রে যদি বিক্রেতা এনআরআই হয়ে থাকেন এবং তার সম্পত্তির মূল্য ৫০ লাখ টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এতদিন ক্রেতাকে ১ শতাংশ হারে TDS জমা দিতে হত। এবার আরও সরল নিয়মে এই টিডিএস কার্যকর হতে পারে। যার ফলে সুবিধা পাবেন ক্রেতারা।

রেল ব্যবস্থায় উন্নয়ন

গত কয়েক বছরে রেলের খাতে বারবার বরাদ্দ বৃদ্ধি করেছে ভারত সরকার। বন্দে ভারত এক্সপ্রেস, অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পাশাপাশি বুলেট ট্রেনের কাজ চলছে এখন। আশা করা হচ্ছে এই বছর রেলের খাতে ২৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হতে পারে। গত বাজেটে বরাদ্দ হয়েছিল ১.৩৫ লক্ষ কোটি টাকা। এই বছর তা বেড়ে ৩ লক্ষ কোটি হতে পারে।

কৃষকদের জন্য বড় ঘোষণা

এই বছর বাজেটে কৃষি ব্যবস্থা ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হবে। কৃষি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি কৃষকদের জন্য ক্রেডিট বাড়ানো হতে পারে। প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুন : এক পয়সা খরচ নেই, মাসে আয় কয়েক লাখ টাকা! দারুণ সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার

স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি

কৃষির পাশাপাশি স্বাস্থ্য খাতেও কেন্দ্রীয় সরকার বরাদ্দ বৃদ্ধি করতে পারে। গত কয়েক বছরে স্বাস্থ্য খাতে উন্নয়নে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার তাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

আরও পড়ুন : এক লাফে বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম! বাজেটের দিনই ঝটকা LPG -এর দামে

ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি

২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্যারিস অলিম্পিক আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই অনেকেই অনুমান করছেন এবার হয়তো ক্রীড়া ক্ষেত্রেও গুরুত্ব দেবে কেন্দ্রীয় সরকার। তার জন্য বাড়বে বরাদ্দ। ২০২৩ সালে ক্রীড়া ক্ষেত্রে ৩৩৯৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এ বছর তা বাড়তে পারে।