চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগ আজ! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

South Bengal : জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই জেলায় জেলায় আকাশ হয়ে রয়েছে মেঘলা। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখন কোথাও তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের কারণে বৃষ্টি থেকে এখনই রেহাই পাবে না পশ্চিমবঙ্গ। রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। জেলায় জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ ২ রা ফেব্রুয়ারি শুক্রবার, কোথায় কেমন থাকবে আবহাওয়া দেখে নিন।

দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উভয় ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে। দিনভর তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। শনিবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হবে।

আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে আগামী ২ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। দার্জিলিং, কালিম্পং, মালদা, উভয় দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কম হতে পারে। অন্যদিকে কালিংপং এবং দার্জিলিংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ভয়ংকর তাণ্ডব চলবে জেলায় জেলায়, জারি হল রেড এলার্ট

বঙ্গোপসাগরের উপর ফুঁসছে নিম্নচাপ

ফেব্রুয়ারি মাসের শুরুতে এরকম মেঘ ও বৃষ্টির খেলা চলার কারণ হিসেবে আবহাওয়া বিশেষজ্ঞরা অ্যান্টি সাইক্লোনকেই দায়ী করছেন। বঙ্গোপসাগরের উপর এই অ্যান্টি সাইক্লোন লাগাতার কখনো উত্তর দিকে কখনো দক্ষিণ দিকে স্থান পরিবর্তন করে চলেছে। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ছে বাংলায়। সেই কারণেই এরকম বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়।

আরও পড়ুন : তেড়ে-ফুঁড়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! দক্ষিণবঙ্গের ১৩ জেলায় জারি লাল সর্তকতা

দক্ষিণবঙ্গে শীত বিদায় নেবে কবে?

আবহাওয়ার যেরকম গতি পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে অনেকেই আশঙ্কা করছেন হয়তো সরস্বতী পূজার আগেই শীত বিদায় নেবে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা কিন্তু সেরকমটা বলছেন না। তাদের দাবি আগামী কয়েকদিনের মধ্যে উত্তর-পশ্চিমী বাতাস আবার ঢুকতে পারে রাজ্যে। কাজেই রাজ্যে আবার শীতের আরেক রাউন্ড স্পেল তৈরি হতে পারে।