Chittaranjan Locomotive Works : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস লোকোমোটিভ তৈরির ক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে। নিঃসন্দেহে এই কারখানাটি সারা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করেছে। এবার ৫৪০ টি লোকোমোটিভ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আরও একটি নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে এই কারখানাটির নাম।
একের পর এক রেকর্ড গড়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস
২০১৯-২০ অর্থবর্ষে ৪০২ টি ইঞ্জিন তৈরি করার জন্য লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করেছিল এই কারখানাটি। রেলওয়ে লোকোমোটিভ উৎপাদনে এটি ছিল একটি বিশ্ব রেকর্ড। এরপর থেকেই পশ্চিম বর্ধমান জেলার এই রেল ইঞ্জিন তৈরির কারখানাটি একের পর এক রেকর্ড ভাঙতে থাকে।
নতুন রেকর্ড গড়লো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস
২০২১- ২০২২ অর্থবর্ষে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস – এ ৪৮৬ টি ইঞ্জিন তৈরি করা হয়েছিল। ২০২৩-২০২৪ অর্থবর্ষে ৫০০ তম ইঞ্জিনের উদ্বোধন করেছে এই কারখানাটি। চলতি অর্থ বর্ষে ৫৪০টি লোকোমোটিভ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই কারখানা, যা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে।
আরও পড়ুন : ট্রেন টিকিটে কীভাবে পাবেন ৫৫% ছাড়? উপায় বলে দিলেন রেলমন্ত্রী
সূত্রের খবর অনুযায়ী, গত আর্থিক বছরের মার্চ মাসে রেল কারখানার শ্রমিকরা প্রতিদিন ১২ টি করে ইঞ্জিন তৈরি করেছিলেন। গত বছরের এপ্রিল মে মাসে মোট লোকোমোটিভ তৈরি করা হয়েছিল ৬৭ টি। শুধু জুন মাসেই ৫৫টি লোকোমোটিভ তৈরি করা হয়েছে যা জুলাই মাসে ৬৫ ছাড়িয়ে গেছে। আগস্টের শেষ দিকে ২১০ টি লোকোমোটিভ ইঞ্জিন প্রস্তুত করা হয়েছিল।
আরও পড়ুন : ট্রেনে বিপদে পড়লেই ফোন করুন এই নম্বরে! ২ মিনিটেই হবে সমস্যার সমাধান
এই প্রসঙ্গে রেল কারখানা জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস জানিয়েছেন, “গত অর্থ বছরে আমরা ৪৩৬ টি রেল ইঞ্জিন উৎপাদন করেছি। এবার রেল বোর্ড আমাদের ৫৪০ টি ইঞ্জিনের লক্ষ্যমাত্রা পূরণ করতে বলেছে। তাই কারখানায় আগের আর্থিক বছরের তুলনায় ১১০ টির বেশি রেল ইঞ্জিন তৈরি করতে হবে আমাদের। তবে উৎপাদনের গতি যেভাবে বেড়েছে তাতে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে খুব একটা পরিশ্রম করতে হবে না শ্রমিকদের।”