যত দিন যাচ্ছে আমরা অনলাইনে লেনদেন করতে স্বাচ্ছন্দ বোধ করছি। হাতের কাছে খুচরো টাকা ছাড়া আর তেমন কিছুই রাখি না আমরা আর। শপিংমল হোক অথবা পাইকারি বাজার, সব কেনাকাটাই আমরা করি অনলাইনের মাধ্যমে। তবে অনলাইন পেমেন্ট ছাড়াও ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করলে আপনি কিন্তু পাবেন একাধিক সুযোগ-সুবিধা। এই দুটি কার্ডের নাম আপনি নিশ্চয়ই জানেন বা দুটি কার্ড ব্যবহার করেন আপনি। কিন্তু আপনি কি জানেন ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
রিওয়ার্ড পয়েন্ট : ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন তারা জানেন এই কার্ড ব্যবহার করার সবথেকে বড় সুবিধা হল রিওয়ার্ড পয়েন্ট। খাওয়া-দাওয়া করতে যাওয়া হোক অথবা শপিংমলে কেনাকাটা করতে, ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি একটি পয়েন্ট পাবেনই, যেটি পরবর্তী শপিং করতে খরচ করতে পারবেন আপনি।
জয়েনিং বেনিফিট : আমাদের ভারতবর্ষে এমন অনেক ব্যাংক রয়েছে যারা তাদের গ্রাহকদের জন্য জয়েনিং বেনিফিট হিসেবে কিছু সুযোগ সুবিধা প্রদান করে। এই বেনিফিটে আপনি পেয়ে যাবেন কিছু মেম্বারশিপ, ক্যাশব্যাক, গিফট ভাউচার, এমনকি বিমানের ফ্রি টিকিটও পেয়ে যাবেন আপনি। অনেক ব্যাংক আবার ফ্রী জয়েনিং করায় গ্রাহকদের।
ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট : ক্রেডিট কার্ড দিয়ে প্রত্যেকবার কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন কিছু কিছু ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট। সাধারণত ১ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন আপনি। বিভিন্ন শপিং মলের ডিসকাউন্ট কুপনও পাবেন ক্রেডিট কার্ড ব্যবহার করলে।
লেনদেনের সুযোগ সুবিধা : যেখানে ডেবিট কার্ড ব্যবহার করলে আপনাকে পিন জানতেই হবে সেখানে ক্রেডিট কার্ড কিন্তু অনেক বেশি সুরক্ষিত। ক্রেডিট কার্ডে বিনা অথরাইজেশনে লেনদেন করা যায় না, ফলে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের থেকে কিন্তু অনেকটাই সুরক্ষিত। পিন নম্বর না থাকার কারণে আপনার ক্রেডিট কার্ড হারিয়ে গেলেও কোন সমস্যা হবে না।
আরও পড়ুন : নীতা আম্বানির এই হাতঘড়ির দাম কত? টাকার অংক আপনার কল্পনারও বাইরে
ভালো ক্রেডিট স্কোর : ক্রেডিট কার্ড দিয়ে যদি একটি নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করেন তাহলে আপনি ভালো স্কোর পেতে পারেন। ক্রেডিট কার্ড অনেকেই ব্যবহার করেন ঋণ নিয়ে কোন জিনিস কেনার ক্ষেত্রে। আপনি যদি সময়মতো ঋণ দিয়ে দিতে পারেন তাহলে পরবর্তী ঋণ পাওয়ার জন্য আপনাকে ব্যাংক থেকেই যোগাযোগ করা হয়।
আরও পড়ুন : একের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানেন এতে কী কী বিপদে পড়তে হবে আপনাকে?
ক্রেডিট কার্ডের গ্রহণ যোগ্যতা : আপনি হয়তো জানেন না ক্রেডিট কার্ড কিন্তু ডেবিট কার্ডের তুলনায় বেশি গ্রহণযোগ্য। সারা ভারতবর্ষে ডেবিট কার্ড ব্যবহৃত হলেও বিদেশে কিন্তু ক্রেডিট কার্ড ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তাই ডেবিট কার্ড আপনি ব্যবহার করলেও সঙ্গে সব সময় রাখবেন ক্রেডিট কার্ড।
আরও পড়ুন : প্রতিমাসে ঢুকবে মোটা টাকা, গুগলের এই অ্যাপ ব্যবহার করে শুরু করুন রোজগার