Jio OTT Recharge : ভারতের টেলিকম মার্কেট এখন পুরোপুরি যার অধীনে তিনি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুকেশ আম্বানির জিও আসার পর থেকে যেন একটি বিপ্লব ঘটেছে টেলিকম জগতে। কলিং থেকে শুরু করে বিনোদন সবকিছুতেই এসেছে পরিবর্তন। এবার জিও নিয়ে এলো এমন একটি প্ল্যান যেখানে আপনি পেয়ে যাবেন একসাথে ১২টি ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন (OTT Subscription)।জানুন সেই প্ল্যান সম্পর্কে বিস্তারিত।
আজ থেকে কিছু বছর আগেও মানুষ ৩জি পরিষেবাতেই সন্তুষ্ট ছিল। তারপর লঞ্চ হয় জিও। এক ঝটকায় মানুষ পরিচিত হয় হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে। ৪ জি পরিষেবায় অভ্যস্ত হল মানুষ। যদিও এই মুহূর্তে বিশ্বের মানুষ পরিচিত হয়েছে ৫ জির সঙ্গেও।
আগে মাসিক ১ জিবি ডেটা ব্যবহার করার জন্য গ্রাহকদের খরচ করতে হতো ২৫১ টাকা বা তার থেকেও কিছু বেশি। মাস শেষ হওয়ার আগেই ইন্টারনেট শেষ হয়ে যেত গ্রাহকদের, ফলে সমস্যায় পড়তে হতো তাদের। জিও আসার পর মাসিক ১ জিবি ডেটা পরিণত হয়ে যায় দৈনিক ১ জিবি ডেটায়।
জিও যে শুধু ইন্টারনেট পরিষেবা দেয় তা নয়, তার সঙ্গে দেয় আনলিমিটেড কলিং এবং এসএমএস করার সুযোগ সুবিধা। তবে জিওর এমন কিছু প্ল্যানও রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। এই সমস্ত প্ল্যানের মধ্যেই এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটির দাম ১৫০ টাকারও কম।
আরও পড়ুন : ১৫ OTT, ১০০০ GB ডেটা সঙ্গে টিভি চ্যানেল ফ্রি! Jio Fiber দিচ্ছে দুর্দান্ত অফার
১৪৮ টাকায় পেয়ে যাবেন ১২ টি OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশন
জিওর এই প্ল্যানটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১৪৮ টাকা। এই রিচার্জটি করলে গ্রাহকরা পেয়ে যাবেন ২৮ দিনের জন্য ১০ জিবি ডাটা ব্যবহার করার সুযোগ সুবিধা। তবে এই রিচার্জটি করলে আপনি কলিং বা এসএমএস করার কোনও সুযোগ সুবিধা পাবেন না। এই রিচার্জের বৈশিষ্ট্য হল এই রিচার্জটি করলে আপনি পেয়ে যাবেন একসঙ্গে ১২ টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, একেবারে বিনামূল্যে।
আরও পড়ুন : Jio, Airtel, VI-র SIM ব্যবহারকারীরা সাবধান! বিপদের মুখে ৭৫ কোটি গ্রাহক, জারি জরুরি এলার্ট
কোন কোন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন?
১৪৮ টাকার রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা যে সকল ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন সেগুলি হল Sony LIV, ZEE5, JioCinema Premium, LIONSGATE PLAY, discovery+, SUN NXT, Kanchha LANNKA, Planet Marathi, EPIC ON, hoichoi, DocuBay, Chaupal।