৩১ শে মার্চ শেষ দিন! এই কাজ না করলেই বন্ধ হবে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট

Sukanya Samriddhi Yojana : কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে দেশের নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে বিভিন্ন সময়ে। দেশের কন্যা সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। আপনিও যদি এই প্রকল্পের আওতায় থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। ৩১ শে মার্চের পর এই নিয়ম না মানলে প্রকল্পের আওতায় থাকা অ্যাকাউন্ট হয়ে যেতে পারে বন্ধ।

শিশুকন্যাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য চালু হয় এই প্রকল্প

ভারতের শিশু কন্যাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার সঞ্চিত অর্থের ওপর পাবেন বিপুল পরিমাণ সুদ। আপনার কন্যা সন্তানের যখন ২১ বছর হবে, তখন আপনার সঞ্চিত অর্থ এবং সুদের পরিমাণ সমেত অর্থের পরিমাণ হয়ে দাঁড়াবে বিশাল। আপনার কন্যা সন্তানের উচ্চশিক্ষা অথবা বিয়ের জন্য এই অর্থ আপনি কাজে লাগাতে পারবেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনার নতুন নিয়ম

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে কোনও নির্দিষ্ট সময় অন্তর অর্থ বিনিয়োগ করার নিয়ম না থাকলেও অ্যাকাউন্টটি সক্রিয় করে রাখার জন্য নূন্যতম ব্যালেন্স রাখা ভীষণ প্রয়োজন। ন্যূনতম ব্যালেন্স রাখার এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে বন্ধ। অ্যাকাউন্ট একবার বন্ধ হয়ে গেলে তা পুনরায় চালু হয় ঠিকই কিন্তু তার জন্য দিতে হয় জরিমানা। আপনি যদি এইরকম কোনওরকম সমস্যা এড়াতে চান তাহলে আগামী ৩১ শে মার্চের আগে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স জমা করে দেবেন।

নূন্যতম ব্যালেন্স কত রাখতে হবে?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় থাকা অ্যাকাউন্টে সর্বনিম্ন ২৫০ টাকা জমা করে রাখতে হয়। আপনার অ্যাকাউন্টে যদি এই অর্থ না থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং পুনরায় অ্যাকাউন্ট চালু করতে গেলে আবার ৫০ টাকা জরিমানা দিতে হবে আপনাকে। তবে ন্যূনতম ব্যালেন্স ২৫০ টাকা হলেও সর্বোচ্চ আপনি যত খুশি অর্থ সঞ্চয় করতে পারেন এই অ্যাকাউন্টে।

আরও পড়ুন : ৪১৭ টাকা জমিয়ে পাবেন ৪০ লাখ! গ্রাহকদের মালামাল করে দেবে পোস্ট অফিসের এই স্কিম

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার

এই প্রকল্পের আওতায় বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হয় সরকারের তরফ থেকে। যত অর্থ আপনি বিনিয়োগ করবেন তার ওপর এই বিপুল পরিমাণ সুদ দেওয়ার ফলে আপনার সঞ্চিত অর্থের পরিমাণ হয়ে যাবে বেশ অনেকটাই। আপনার কন্যার ২১ বছর হয়ে গেলেই এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনা আপনি।

আরও পড়ুন : ছাত্র-ছাত্রীদের মাসে ৩০০০ টাকা স্কলারশিপ দেবে কেন্দ্র! এইভাবে করুন আবেদন

আপনি চাইলে ১৮ বছর অব্দি অর্থ জমা করে রাখতে পারেন, তারপর যদি অর্থ নাও জমা করতে পারেন সে ক্ষেত্রেও ২১ বছর অব্দি আপনাকে সুদ দেওয়া হবে এবং ২১ বছর পর সুদ সমেত আপনার বিনিয়োগের অর্থ তুলে নিতে পারবেন আপনি। তবে মেয়ের বয়স ১৮ বছর অতিক্রান্ত হয়ে গেলেও আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অর্থ তুলে নিতে পারবেন।