Liquefied Petroleum Gas : এই মুহূর্তে গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ছাড়া রান্না করার কথা ভাবাই যায় না। যত টাকাই দাম হোক না কেন, গ্যাস সিলিন্ডার এখন প্রত্যেকটি মানুষের জীবনে অপরিহার্য একটি বস্তু। তবে এই এলপিজি (Liquefied Petroleum Gas) সিলিন্ডার নিয়ে কেন্দ্রীয় সরকার (Central Government) মাঝে মাঝেই গ্রহণ করে বেশ কিছু পদক্ষেপ। এবার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যার ফলে আগামী দিনে গ্যাস সিলিন্ডার নিয়ে সমস্ত কারচুপি বন্ধ হয়ে যাবে।
পিওর ফর সিওর..
এবার থেকে ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) কর্পোরেশন লিমিটেড দ্বারা প্রত্যেক বাড়িতে ডেলিভারি করা এলপিজি সিলিন্ডারে গ্রাহকরা দেখতে পাবেন নতুন নিরাপত্তা। পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অথবা ভারত পেট্রোলিয়াম গ্রাহকদের জন্যই এই নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারটির নাম দেওয়া হয়েছে পিওর ফর সিওর। বোঝাই যাচ্ছে, গ্যাস নিয়ে গ্রাহকদের সামনে স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ।
থাকবে একটি QR Code
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দেশে এই পরিষেবা এই প্রথম। যে সমস্ত এলপিজি সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে ডেলিভারি করা হবে, তাতে থাকবে একটি টেম্পার প্রুফ সিল। এতে থাকবে একটি QR Code। এই কোড স্ক্যান করলেই ক্রেতারা সিগনেচার টিউন সহ স্ক্রিনে দেখতে পাবেন একটি স্পেশাল পিওর ফর শিওর পপ আপ।
আরও পড়ুন : ৫০ নয়, ১০০ নয়! হুড়মুড়িয়ে কমছে LPG সিলিন্ডারের দাম, বড় ঘোষণা কেন্দ্রের
পিওর ফর শিওর পপ আপের মধ্যে গ্রাহকরা দেখতে পাবেন, সিলেন্ডারটি কখন ভর্তি করা হয়েছে, এর ওজন কত, সিল নিশ্চিত করা আছে কিনা। এই সবকিছুই দেখতে পাওয়া যাবে স্ক্যান করলেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া এই পদক্ষেপটি একেবারে নতুনত্ব, তবে এতে গ্রাহকদের কোনও রকম সুরাহা হবে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন : বাড়বে LPG সিলিন্ডারের ভর্তুকি? রান্নার গ্যাস নিয়ে মধ্যবিত্তের জন্য বড় পরিকল্পনা কেন্দ্র সরকারের
এই মুহূর্তে রান্নার LPG গ্যাসের দাম
প্রসঙ্গত, এই মুহূর্তে ১৪ কেজি LPG রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকা। গত ৩০ শে আগস্ট শেষ দাম কমানো হয়েছিল রান্নার গ্যাসের। যদিও উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা ৩০০ টাকা ভর্তুকি পান প্রতি গ্যাস সিলিন্ডার পিছু। তবে বিরোধীদের মত অনুযায়ী, গ্যাসের দাম লোকসভা নির্বাচনের পরে আবার বেড়ে যাবে।