কোন পেশার পুরুষদের সবথেকে বেশি পছন্দ করে মহিলারা? কী বলছে মনস্তত্ত্ব

Woman Psychology : একটা সময় ছিল যখন স্বামী নির্বাচন করার কোনও অধিকার থাকত না মেয়েদের। কিন্তু এখন দিন বদলেছে। নিজের পছন্দমত জীবনসঙ্গী বেছে নিতে পারেন নারীরা। তবে আপনি কি জানেন কোন পেশার সঙ্গে যুক্ত ছেলেদের বেশি পছন্দ করে মেয়েরা? আপনিও কি সেই পেশার সঙ্গেই যুক্ত? জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।

হবু স্বামীর পেশা দেখেন নারীরা

একটি নির্দিষ্ট বয়সের পর একজন পুরুষ এবং মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবনের যাত্রা শুরু করার চিন্তাভাবনা পোষণ করেন। একজন পুরুষের যেমন বিয়ের ক্ষেত্রে একটি মেয়ের থেকে কিছু চাওয়া পাওয়া থাকে তেমন অন্যদিকে একটি মেয়েরও কিছু চাহিদা থাকে তার স্বপ্নের পুরুষকে নিয়ে। জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় সবার আগে নারীরা দেখেন তার হবু স্বামী কোন পেশার সঙ্গে যুক্ত।

কোন পেশার পুরুষদের পছন্দ করেন নারীরা?

পেশার কথা উঠলেই সবার আগে মনে হবে একজন নারী সব সময় সরকারি চাকরি করা ব্যক্তি বেশি পছন্দ করেন। একজন সরকারি চাকুরে ভবিষ্যতে একটি সুনিশ্চিত ভবিষ্যৎ উপহার দিতে পারে স্ত্রীকে, তাই স্বাভাবিকভাবে নারীরা আগামী ভবিষ্যতের কথা ভেবে সরকারি চাকরিওয়ালা পাত্রকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু শুধু সরকারি চাকরি নয়, এই পেশার পুরুষদেরও পছন্দ করেন নারীরা।

কোন কোন পেশার পাত্ররা বিয়ের জন্য প্রাধান্য পান?

মনস্তাত্ত্বিক ভাবনা থেকে যদি বিষয়টি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, নারীরা অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নেন। যদি কোনও নারী কর্মজীবী না হন বা ছোটখাটো কোনও কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে মূলত তারা এমন কোনও মানুষকে বেছে নেবেন যিনি তাকে বেশি সময় দিতে পারবেন। কাজে ব্যস্ত থাকবেন এমন কোনও পুরুষকে বেছে নেবেন না এই নারীরা।

আরও পড়ুন : স্ত্রীর মধ্যে কোন কোন গুণ খোঁজে ছেলেরা? বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ আজকের পুরুষদের?

কর্মজীবী মেয়েরা কেমন স্বামী চান?

কোনও নারী যদি ডাক্তার বা পুলিশ অথবা এমন কোনও পেশার সঙ্গে যুক্ত থাকেন যারা সব সময় ব্যস্ততার মধ্যে থাকেন, তাহলে তারা চাইবেন তাদের স্বামীও যাতে এই পেশাগুলির সঙ্গে যুক্ত থাকেন। দুজনেই যদি ব্যস্ত থাকেন তাহলে আগামী দিনে সংসারে কোনও রকম সমস্যা তৈরি হবে না। তবে অনেকেই আছেন যারা কর্ম ক্ষেত্রে নিজের জীবন সঙ্গীকে খুঁজে পান সেক্ষেত্রে একই পেশার সঙ্গে যুক্ত থাকেন দুজনেই।

আরও পড়ুন : বিয়ের আগে কিভাবে বুঝবেন স্ত্রী সাংসারিক হবেন কিনা? জেনে রাখুন পুরুষেরা

পেশা ছাড়াও জীবনসঙ্গীর মধ্যে আর কী কী দেখেন নারীরা?

তবে শুধু পেশার দিক থেকে নয়, পছন্দের দিক থেকেও যদি মিল খুঁজে পাওয়া যায় সে ক্ষেত্রেও নারীরা সেই পুরুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। একজন বইপ্রেমী মানুষ যেমন একজন বইপ্রেমী মানুষকেই খোঁজেন, তেমন অন্যদিকে একজন সিনেমাপ্রেমী মানুষ খোঁজেন সিনেমাপ্রেমীকেই। মানসিক দিক থেকে মিল থাকলে একে অপরের অপরের সঙ্গে বোঝা পড়ার দিক থেকে কোনও সমস্যা হয় না।