Solar Power : ধীরে ধীরে আসতে চলেছে গরম। গরম মানেই চালাতে হবে এসি আর মাসের শেষে আসবে একটি লম্বা চওড়া ইলেকট্রিক বিল (Electric Bill)। এই বিলের টাকা মেটাতে মেটাতে রীতিমত নাভিশ্বাস উঠে যায় সাধারণ মানুষের। এবার এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে নরেন্দ্র মোদি নিয়ে এলেন পিএম সূর্যঘর – বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প (PM Surya Ghar Muft Bijli Yojana 2024)।
পিএম সূর্যঘর প্রকল্পের মূল উদ্দেশ্য কী?
লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছেন। ৭৫ হাজার কোটি টাকারও বেশি অর্থ নিয়ে তৈরি হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য প্রতিমাসে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। তবে এই স্কিম শুধুমাত্র দরিদ্র এবং বেকারদের জন্য। সরকারি কর্মীরা কোনও সুযোগ সুবিধা পাবেন না এই প্রকল্পের।
পিএম সূর্যঘর প্রকল্প নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “এই প্রকল্পটির আরো বেশি আয়, কম বিদ্যুতের বিল এবং মানুষের কর্মসংস্থানের একটি বড় উপায় হিসেবে প্রমাণিত হবে। আমি সমস্ত আবাসিক ক্রেতাদের, বিশেষ করে যুবকদের এই প্রকল্পের আওতায় আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই মিলে এই প্রকল্পকে আরো বেশি শক্তিশালী করে তুলুন।”
পিএম সূর্যঘর প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য pmsuryagarh.gov.in – এ গিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও আবেদন করতে পারেন https://solarrooftop.gov.in ওয়েবসাইটে ভিজিট করেও। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর বাঁদিকে রুফটপ সোলার আইকন অপশনে ক্লিক করতে হবে। মোট ছটি ধাপে ফর্ম ফিলাপ করতে হবে আপনাকে।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার ফেল! মহিলাদের ‘লাখপতি’ বানাবে কেন্দ্রর এই প্রকল্প, জানুন আবেদন পদ্ধতি
প্রথম দুই ধাপে আপনি আপনার কনজিউমার নাম্বার এবং মোবাইল নম্বর দিয়ে login করে বাড়ির প্রমাণপত্র এবং আপনার পরিচয় পত্র দিয়ে রুফ টপ সোলার প্যানেলের জন্য ফর্ম ফিল আপ করতে পারেন। তৃতীয় ধাপে আপনি ডিসকম কোম্পানিগুলির অনুমোদন পাবেন। এই ধাপে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে নিবন্ধিত বিক্রেতা সংস্থাগুলির দ্বারা।
আরও পড়ুন : রাজ্য সরকারের দারুণ অফার, ৭৫ ইউনিট বিদ্যুৎ ফ্রী পাবেন রাজ্যবাসী
পঞ্চম ধাপে আপনার বাড়িতে মিটার ইনস্টল করে দেওয়া হবে এবং ডিসকম সংস্থা দ্বারা পরিদর্শন করার পর আপনার শংসাপত্রটি পোর্টালে জারি করে দেওয়া হবে। শেষ ধাপে আপনি কমিশনিং রিপোর্ট পাবেন। এরপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য এবং একটি বাতিল চেক জমা দিতে হবে পোর্টালে। ৩০ দিনের মধ্যে ভর্তুকির পরিমাণ পেয়ে যাবেন আপনি।