আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শেষ হয়ে যাবে ২০২৩। স্বাগত জানানো হবে নতুন বছরকে। নতুন বছর শেষ হবার আগে আনন্দের জোয়ারে ভেসে যাবার আগে শেষ করে নিতে হবে অর্থ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজ না হলে অদুর ভবিষ্যতে আপনাকে পড়তে হবে বিপদে। চলুন জেনে নেওয়া যাক ৩১ ডিসেম্বরের আগে কি কি কাজ আপনাকে করে ফেলতে হবে।
৩১শে ডিসেম্বর ২০২৩ এর আগে করে ফেলতে হবে এই সমস্ত কাজ
বিনামূল্যে আধার কার্ড আপডেট : আধার কার্ড এখন একটি গুরুত্বপূর্ণ নথি যা না থাকলে আপনার ব্যাংক থেকে শুরু করে স্কুল কলেজ কোন কাজই সম্পন্ন হবে না। যে সমস্ত ব্যক্তিদের ১০ বছর আগে আধার কার্ড আপডেট করা রয়েছে তারা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করতে পারবেন।
আয়কর রিটার্ন দাখিল : ২০২২- ২৩ অর্থ বর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হয়ে যাবে ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের আগেই আপনাকে আয়কর জমা দিতে হবে না হলে একটি পেনাল্টি দিতে হতে পারে আপনাকে। পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে আপনার আয় যদি ৫ লক্ষ টাকার কম হয় তাহলে ১ হাজার টাকা পেনাল্টি দিতে হবে আর যদি ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে জরিমানা দিতে হবে ৫ হাজার টাকা।
ডিম্যাট অ্যাকাউন্ট নমিনেশন : চলতি মাস শেষ হবার আগেই আপনাকে মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনেশন করতে হবে না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। পুনরায় যতক্ষণ না আপনি অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনেশন করছেন ততক্ষণ আপনার কাজ শুরু হবে না।
৩১শে ডিসেম্বর ২০২৩ এইসব স্কিমে বিনিয়োগের শেষ তারিখ
প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করার পাশাপাশি কিছু বিশেষ স্কিমে বিনিয়োগ করার শেষ সময়ও জেনে নিতে হবে কারণ এই বছরের শেষ দিনের আগে কিছু বিশেষ স্কিমে বিনিয়োগ করার কাজ আপনাকে সম্পন্ন করে নিতে হবে। এই বিশেষ বিশেষ স্কিমগুলি হল এসবিআই অমৃত কলস স্কিম, এসবিআই বিশেষ উৎসব স্কিম, আইডিবিআই অমৃত মহোৎসব এফডি। এই স্কিমগুলিতে বিনিয়োগ করলে আপনি একটি বড় অংকের সুদ পাবেন সরকারের থেকে।
আরও পড়ুন : হু হু করে কমবে পেট্রোল-ডিজেলের দাম, বড় সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার
জানিয়ে রাখি, এসবিআই অমৃত কলস স্কিমের অধীনে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ৭.১০%। এসবিআই বিশেষ উৎসব স্কিমে যদি আপনি হোম লোন নিতে চান সেক্ষেত্রে ৬৫ বেসিস পয়েন্ট ছাড় পাবেন আপনি। আইডিবিআই অমৃত মহোৎসব এফডির অধীনে আপনি ৬.৮০ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৩০ শতাংশ সুদ। তবে বিনিয়োগ করার শেষ তারিখ ৩১শে ডিসেম্বর ২০২৩।
আরও পড়ুন : ভোটের আগে বড় ঝটকা, আগামী মাসেই লাগু হবে অষ্টম পে কমিশন? জানালো কেন্দ্র