How to Read Deleted Messages on WhatsApp : বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা কাজকর্মের জন্য হোয়াটসঅ্যাপ প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারীই ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে নিশ্চয়ই কখনও না কখনও ‘দিস মেসেজ ওয়াজ ডিলিটেড’ (This Message Was Deleted) লেখা দেখেছেন? অপর প্রান্ত থেকে কোনও মেসেজ এসেছে কিন্তু আপনি দেখার আগেই তা ডিলিট (WhatsApp Deleted Message) হয়েছে। নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করে কী লেখা ছিল ওই ডিলিট হওয়া মেসেজে?
How to Read Deleted Messages on WhatsApp
একবার মেসেজ ডিলিট হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ থেকে তা আর দেখার সুযোগ নেই এই প্রান্তের মানুষটির। অথচ কী মেসেজ এসেছিল তা জানার জন্য মনের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। সত্যিই কি হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়ার কোনও উপায় নেই? অবশ্যই আছে। তার জন্য আপনাকে কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে শুধু।
হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়ার জন্য WhatsRemoved + অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। ‘ডিলিট ফর অল’ (Delete For All) মেসেজও আপনি পড়তে পারবেন এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দ্বারা। গুগল প্লে স্টোর থেকে আপনাকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। WhatsRemoved + এর সাইজ মাত্র 4.90 এমবি।
WhatsRemoved + একবার ইন্সটল হয়ে যাওয়ার পর এর মধ্যে অনেকগুলো অপশন পাবেন। যেমন ফাইল অর্থাৎ ছবি, ডকুমেন্ট, ভয়েস মেসেজ ডিলিট হয়ে যাওয়ার আগেই সেগুলো সেভ হয়ে থাকবে কিনা সেই অপশনটা চালু করে দিতে হবে। তাহলেই এরপর থেকে যারা আপনাকে মেসেজ পাঠাবেন অথচ আপনার দেখার আগেই ডিলিট করে দেবেন তাদের মেসেজও আপনি পরে দেখে নিতে পারবেন।
আরও পড়ুন : ইলেকট্রিক মিটার বক্সের লালবাতির জন্য মাসে কত টাকা বিল আসে?
WhatsRemoved + ছাড়াও একই কাজ করে WAMR। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করার পর শুধু পারমিশনগুলো অন করে দেবেন। আপনার ডিভাইসে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অন করা থাকলে সব ডিলিট হয়ে যাওয়া মেসেজ আপনার কাছে সুরক্ষিত থাকবে।
আরও পড়ুন : ১-এ ফ্যান চালালে ইলেকট্রিক বিল বেশি আসে নাকি কম? কত নম্বরে ফ্যান চালানো উচিত?
তবে আপাতত এই সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সুবিধা কেবলমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাবেন। আইফোনে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায় না। আপনি আপনার WhatsApp এর Settings এর Chats অপশনের Chat Backup থেকেও ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে পারেন। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ ডিলিট করে তারপর আবার পুনরায় রি-ইন্সটল করে লগইন করতে হবে।