Post Office Scheme : বর্তমান বাজারে টাকা শুধু রোজগার করলে হবে না। টাকা থেকেই কীভাবে টাকা রোজগার করতে হয় সেই পথটাও জানা জরুরী। এইজন্য রয়েছে নানা রকম বিনিয়োগের (Investment) বিকল্প। তবে নিরাপদে নির্ভরযোগ্য বিনিয়োগের জন্য ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে (Post Office) অনেকগুলো সরকারি স্কিম রয়েছে। এমনই ৫ টি সরকারি স্কিম নিয়ে আজকের এই প্রতিবেদন। দেখুন ২০২৪ সালে বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসের সেরা ৫টি সরকারি প্রকল্প (5 Best Schemes Of Post Office)।
পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
National Savings Certificate : কোনওরকম ঝুঁকি ছাড়াই আপনি আপনার বিনিয়োগ করা অর্থের উপর ভালো পরিমাণ সুদ পাবেন। এখানে সুদের হার আগে ৭ শতাংশ ছিল যা বর্তমানে ৭.৭ শতাংশ হয়েছে। ৮০C ধারা অনুসারে এখানে কর ছাড়ের সুবিধা পাবেন। সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু হয়। সর্বোচ্চ বিনিয়োগের উর্ধ্বসীমা নেই। NSC প্রকল্পের মেয়াদ ৫ বছর।
সুকন্যা সমৃদ্ধি যোজনা
Sukanya Samriddhi Account : কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগের সব থেকে সেরা বিকল্প হল এই প্রকল্প। বার্ষিক ৮% হারে চক্রবৃদ্ধি সুদ পাবেন এই প্রকল্পে বিনিয়োগ করলে। ২৫০ টাকা থেকে শুরু করে ১.৫ লাখ টাকা পর্যন্ত বছরে বিনিয়োগ করা যাবে। SSY প্রকল্পের মেয়াদ ২১ বছর।
কিষান বিকাশ পত্র
Kisan Vikas Patra : এই যোজনার আওতায় ভারতের যে কোনও নাগরিক ১৮ বছর বয়সের পর অ্যাকাউন্ট খুলতে পারেন। ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে এখন। বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ ১০০০ টাকা। কোনও উর্ধ্বসীমা নেই। KVP প্রকল্পের মেয়াদ ২ বছর ৬ মাস। এই প্রকল্পে ১১৫ মাসের জন্য বিনিয়োগ করলে বিনিয়োগকৃত টাকা ডাবল হয়ে যায়।
আরও পড়ুন : স্বামী-স্ত্রী একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে পাওয়া যায় এইসব সুবিধা
পাবলিক প্রভিডেন্ট ফান্ড
Public Provident Fund : বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে PPF প্রকল্পে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। ১৫ বছরের মেয়াদে বিনিয়োগ করতে হবে।
আরও পড়ুন : ৫ বছরেই টাকা ডাবল! LIC-র এই স্কিমে টাকা রাখলেই মালামাল
সেভিংস অ্যাকাউন্ট
Post Office Savings Scheme : ব্যাঙ্কের মত পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন আপনি। এখানে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। নূন্যতম ৫০০ টাকার ব্যালেন্স রাখতেই হবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে। কোনও লক ইন পিরিয়ড বা বিনিয়োগের মেয়াদ নেই।