30th February : ইতিহাসে একবারই এসেছিল ৩০ ফেব্রুয়ারি, কবে ও কেন?

30th February : ২০২৪ সাল, লিপ ইয়ার (Leap Year)। এই বছর ২৮ দিনের জায়গায় ২৯ দিনে শেষ হয়েছে ফেব্রুয়ারি মাস (February)। ৪ বছর অন্তর অন্তর এই বিশেষ বছর আসে। অন্যান্য মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম। লিপ ইয়ারে একটি বিশেষ দিন যুক্ত হয় এই মাসের সঙ্গে। তবে জানেন কি ইতিহাসে এমনও একটি বছর ছিল যে বছর ৩০ দিন ছিল ফেব্রুয়ারি মাসে? ডবল লিপ ইয়ার পালন হয়েছিল সেই বছর। কেন ঘটেছিল এমন বিরল ঘটনা?

লিপ ইয়ার কী?

পৃথিবীর সূর্যকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৫৬ সেকেন্ড। এই ৩৬৫ দিনকে এক বছর ধরা হয় ও বাড়তি সময়টুকু ধরে ৪ বছর পর পর একটা গোটা দিন সংযুক্ত হয় লিপ ইয়ারে। ২৮ দিনের বদলে ২৯ দিনে ফেব্রুয়ারি মাস ধরা হয়। ঠিক যেমন ২০২৪ সালও লিপ ইয়ার।

কোন সালে ফেব্রুয়ারি মাসে ৩০ দিন ছিল?

১৭১২ সালে সুইডেনে ২৯ দিনের বদলে ৩০ দিনে শেষ হয় ফেব্রুয়ারি মাস। সুইডেনের ক্যালেন্ডারে ওই বছর ৩০ শে ফেব্রুয়ারি দিনটিকে ডাবল লিপ ইয়ার হিসেবে পালন করা হয়। ইতিহাসে কেবল একদিনই এসেছিল এই দিনটা। খুব স্বাভাবিকভাবেই যারা এই দিনে জন্মগ্রহণ করেন তারা আর দ্বিতীয়বার নিজেদের জন্মদিন পালন করার সুযোগ পাননি।

কেন পালন হয়েছিল ডবল লিপ ইয়ার?

প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন রোমে প্রথম লিপ ইয়ার আবিষ্কার হয়েছিল। রোমান সম্রাট জুলিয়াস সিজারের আমলে জুলিয়ান ক্যালেন্ডারের আবির্ভাব হয়। এই ক্যালেন্ডার অনুসারে বছর শুরু হত মার্চ মাস থেকে। লিপ ডে পালন হত ২৪ শে ফেব্রুয়ারি। পরে ক্যালেন্ডারটি নিখুঁত করতে ২৯ শে ফেব্রুয়ারি লিপ ডে হিসেবে নির্ধারণ হয়। এই ক্যালেন্ডারে কিছু ত্রুটি থাকার কারণে ১৫৮২ সাল থেকে গ্রেগেরিয়ান ক্যালেন্ডার চালু হয়।

সুইডেনে যখন গ্রেগেরিয়ান ক্যালেন্ডার চালু হল তখন ৪০ বছর সেই ক্যালেন্ডারে লিপ ইয়ার জায়গা পায়নি। কয়েক বছরের মধ্যে এই সম্রাট দ্বাদশ চার্লস বুঝতে পারেন এই ক্যালেন্ডারেও কিছু অসঙ্গতি আছে। তাই তিনি ১৭১২ সালে লিপ ইয়ারের পাশাপাশি একটা অতিরিক্ত দিন যোগ করার আদেশ দেন। সুইডেনে তাই ডাবল লিপ ইয়ার হিসেবে ২৯ শে ফেব্রুয়ারির পর ৩০ শে ফেব্রুয়ারি সংযুক্ত হয়।

আরও পড়ুন : ৩১ শে মার্চ শেষ দিন, এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

৩০ শে ফেব্রুয়ারির ইতিহাস

তবে সুইডেনের ক্যালেন্ডারের পাশাপাশি আরও বেশ কিছু ক্ষেত্রে ৩০শে ফেব্রুয়ারির হদিশ পাওয়া গিয়েছে। ১৯৩০ থেকে ১৯৩১ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়নে বিপ্লবী ক্যালেন্ডার চালু হয়। ওই বছর সব মাস ৩০ দিনে ধরা হয়েছিল। রে ব্র্যাডবিউরির ছোট গল্প “দ্য লাস্ট নাইট অফ দ্য ওয়ার্ল্ড”, জন রোনাল্ড রিয়েল টলকিয়েন তার ফ্যান্টাসি উপন্যাস ‘দ্য হবিট এবং দ্য লর্ড অফ দ্য রিংস’ এই তারিখের উল্লেখ পাওয়া যায়। খৃস্টান মতে যাদের মৃত্যু বা জন্মের সঠিক দিন জানা যায় না তাদের এপিটাফে ৩০ ফেব্রুয়ারি হিসেবে সেই দিনের উল্লেখ থাকে।