ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কীভাবে কোটিপতি হওয়া যায়? জেনে নিন ট্রিক্স

How To Become Rich by Taking Loan: বড়লোক কে না হতে চায়? তবে বড়লোক হওয়ার সঠিক পন্থা অনেকেরই জানা নেই। প্রথমত আপনি কঠিন পরিশ্রম করে বড়লোক হতে পারেন। তবে সেক্ষেত্রে ভাগ্যের সহায়তাও প্রয়োজন। আর বেশি পরিশ্রম না করে স্রেফ বুদ্ধি খাটিয়েও আপনি বড়লোক হতে পারেন। এমনকি বিশ্ব বিখ্যাত বিনিয়োগকারী রবার্ট কাওয়াসকির (Robert T Kiyosaki) মতে লোন নিয়েও আপনি কোটিপতি হতে পারবেন। জানুন কীভাবে।

পড়াশোনা, বাড়ি ঘর বানাতে, নতুন ব্যবসা করার জন্য কিংবা যানবাহন কিনতে অনেকেই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন। তবে সঠিক সময়ে লোনের টাকা ফেরত না দিতে পারলে দেনার বোঝা মাথায় এসে চাপবে। তাই আপনি যে লোন নিচ্ছেন তার টাকা কোথায় কীভাবে খরচ করবেন সেই বিষয়ে পরিকল্পনা থাকা প্রয়োজন। কেবল একটা সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমেই আপনি সুদে আসলে ঋণের তুলনায় ১০০ গুণ টাকা তুলে নিতে পারবেন।

How To Become Rich by Taking Personal Loan

কাওয়াসকির মতে যদি আপনি লোনের সব টাকা খরচ করে দেওয়ার কথা ভাবেন তাহলে আপনি জীবনেও দাঁড়াতে পারবেন না। বরং আরও বেশি দেনায় ডুবে যাবেন। তাই এই টাকা আপনাকে এমন কোনও খাতে বিনিয়োগ করতে হবে যেখান থেকে আপনি ১০০ গুণ বেশি রিটার্ন পেতে পারেন। এক নজরে দেখে নিন এমন কোন কোন খাতে আপনি বিনিয়োগ করতে পারেন।

আপনি লোনের টাকা দিয়ে সোনা, রুপা বা অন্য মূল্যবান ধাতু কিনতে পারেন। এক্ষেত্রে সবথেকে বেশি লাভজনক হবে গয়নার বদলে সোনা বা রুপোর বাট কিনে রাখা। কারণ গয়নার তুলনায় সমপরিমাণ বাটের দাম কম হয়। দাম যখন নিম্নমুখী হবে তখন আপনাকে কিনতে হবে। যখন দাম চড়বে, তখন সুযোগ বুঝে সেগুলো দ্বিগুণ টাকায় বিক্রি করতে হবে।

আরও পড়ুন : ট্যাক্স না দিয়েও হবে লাখ লাখ টাকার সেভিংস! টাকা রাখুন এইভাবে

এছাড়া আরেকটি পন্থা হল খালি জমি কিনে রাখা। গ্রামাঞ্চল বা শহর অঞ্চলের কাছে জমি থাকলে কিনে ফেলতে পারেন। মালিকের সঙ্গে কথা বলে ছোট বড় কয়েকটি জমি কিনে রাখতে পারেন। জমির দাম যখন কম থাকবে তখনই আপনাকে কিনে রাখতে হবে। রাস্তার ধারে জমির দাম বেশি হয়। পরে এগুলো বিক্রি করলে চড়া দাম মেলে।

আরও পড়ুন : পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম

অনেক সময় জমির মালিকের খুব টাকার প্রয়োজন থাকলে কম দামে জমি বিক্রি করে দিতে রাজি হন। আবার তেমন চাহিদা না থাকলেও কম দামে জমি বিক্রি করতে রাজি হয়ে যান। তাই মালিকের সঙ্গে কথা বলে ভালো ডিল পেলে জমি কিনে বিনিয়োগ করুন। পরে চড়া দামে সেই জমি বিক্রি করুন।