PNB-তে অ্যাকাউন্ট থাকলে আজই করুন এই কাজ, নয়তো বন্ধ হবে অ্যাকাউন্ট

Punjab National Bank : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) কি আপনার অ্যাকাউন্ট রয়েছে? যদি থাকে তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকলে ১৯ শে মার্চের মধ্যেই আপনাকে সেরে ফেলতে হবে KYC আপডেট করার কাজ। নইলে পড়তে হবে সমস্যার মুখে। এমনকি অ্যাকাউন্ট ফ্রিজ পর্যন্ত হয়ে যেতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার সময় বেঁধে দিয়েছে ১৯ শে মার্চ পর্যন্ত। যারা এখনও পর্যন্ত নিজেদের অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফিকেশন করাননি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যারা ৩১শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে এই কাজ সম্পূর্ণ করেননি তাদের জন্য এই অতিরিক্ত সময় সীমা নির্ধারিত হয়েছে।

BANK KYC

ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট না করালে কী অসুবিধা হবে?

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না করানো থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আপনি যতক্ষণ কেওয়াইসি আপডেট না করছেন ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হতে পারে। অর্থাৎ এই অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। টাকা জমা দিতে বা টাকা তুলতে পারবেন না ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে।

কেওয়াইসি জমা দেওয়ার সময় কি বাড়ানো হতে পারে?

কেউ কেউ মনে করছেন বিগত কয়েকবারের মত এবারও হয়তো কেওয়াইসি জমা করার জন্য বাড়তি সময় দেওয়া হতে পারে। এর আগেও বেশ কয়েক দফায় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময় দেওয়া হয়েছে কাজ সম্পন্ন করার জন্য। কিন্তু বারবার অতিরিক্ত সময়ের আশায় কেওয়াইসি আপডেট করানোর কাজ ফেলে রাখা উচিত নয়।

আরও পড়ুন : পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম

কেওয়াইসি করা থাকলে কী কী সুবিধা পাবেন?

বিগত কয়েক মাস ধরে ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের মেসেজের মাধ্যমে অ্যালার্ট পাঠানো হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকটিভ রাখার জন্য কেওয়াইসি করানো জরুরী। এতে আপনি টাকা পয়সা লেনদেন করার পাশাপাশি বিল পেমেন্টের কাজ করতে পারবেন। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : স্বামী-স্ত্রী একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে পাওয়া যায় এইসব সুবিধা

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি জমা দেওয়া আছে কি না জানবেন কীভাবে?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করানো আছে কি না জানার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না। বাড়িতে বসে কাস্টমার কেয়ারে ফোন করেই জেনে নিতে পারবেন। এর জন্য আপনাকে 18001802222 বা 18001032222 এই দুটি টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে।