Old Note Sell : বর্তমানে দেশে পুরনো নোট বা কয়েন বিক্রি করে হাজার হাজার থেকে কয়েক লাখ এমন কি কোটি টাকা পর্যন্ত উপার্জন করছেন কেউ কেউ। ১ টাকা, ২ টাকা, ৫ টাকা থেকে ১০০ টাকার নোট বিক্রি করে অনেক বেশি টাকা উপার্জন করা যায় ঠিকই। তবে আপনি কি জানেন যদি বেআইনিভাবে টাকা বিক্রি করতে চান তাহলে লাভের বদলে উল্টে শাস্তি পেতে হবে আপনাকে? জানুন RBI কী বলছে।
কোন কোন কয়েন ও টাকার নোট বিক্রি করা যায়?
এখন বিভিন্ন ই-কমার্স সাইটে নিলামে তোলা যায় কয়েন কিংবা নোট। ১, ২, ৫ টাকার কয়েন থেকে শুরু করে বিভিন্ন মূল্যের নোট বিক্রি করে কয়েক লাখ টাকা পর্যন্ত উপার্জন করা যায়। তবে এই সমস্ত নোট কিংবা কয়েনের কিছু বিশেষত্ব থাকা দরকার। যেমন কোনওটি হতে হবে অনেক পুরনো আমলের। কোথাও গভর্নরের সই থাকতে হবে বা ৭৮৬ নম্বর থাকতে হবে।
নোট বিক্রি নিয়ে RBI -এর গুরুত্বপূর্ণ নির্দেশ
যদি আপনার কাছে অচল কিংবা পুরনো মুদ্রা থেকে থাকে তাহলে সেটা যদি আপনি বিক্রি করতে চান সেটা আইনত অপরাধ নয়। কিন্তু যদি আপনি বৈধ মুদ্রা বিক্রি করার চেষ্টা করেন তাহলে আপনি আইন বিরুদ্ধ কাজ করছেন। অনেক পুরনো নোট কিংবা কয়েন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এখনো চালু রেখেছে। পুরনো অথচ চালু নোট বিক্রি করতে চাইলে আপনার জেল পর্যন্ত হতে পারে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি সকলকে সতর্ক করে জানানো হয়েছে যে কিছু মানুষ পুরনো বৈধ কয়েন বা নোট চড়া দামে বিক্রি করছেন। এমনকি একটি ই-কমার্স সাইটে ১০০ টাকার বৈধ নোট পুরনো এবং সীমিত বলে দাবি করে ৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অনেকে EMIতেও কিনছেন এমন নোট। রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানিয়েছে তারা কোনও নোট কিংবা কয়েনের উপর কমিশন বা চার্জ নেয় না। আবার অন্যদেরও চার্জ বা কমিশন নিতে দেয় না।
আরও পড়ুন : ATM থেকে জাল নোট পেলে কী করবেন? কীভাবে পাবেন আসল নোট
পুরনো নোট বিক্রি করলে কত দাম পাবেন?
এটা নির্ভর করছে কেমন নোট আপনার কাছে রয়েছে তার উপর। ১৯৭০ এবং ১৯৮০ সালের ৫ টাকার নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে তাহলে ৩ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। আবার যদি নোটের গায়ে ৭৮৬ নম্বর লেখা থাকে তাহলে ৬ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। কিছু ধর্মের মানুষ ৭৮৬ নম্বরটিকে অত্যন্ত শুভ এবং পবিত্র মনে করেন। গভর্নরের সাইন যুক্ত ব্রিটিশ আমলের নোট বিক্রি করলে একটি নোটেই ৭ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়।
আরও পড়ুন : ATM থেকে টাকা তোলার সময় এই কাজ করলেই খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
কোথায় বিক্রি করবেন পুরনো নোট?
এর জন্য আপনাকে Indiamart.com, Coinbazar, বা OLX- এর মত ই কমার্স ওয়েবসাইটে যেতে হবে। বিক্রেতা হিসেবে প্রথমে ইমেইল আইডি এবং মোবাইল ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে আপনাকে। তারপর সেখানে আপনার কাছে থাকা নোটের ছবি তুলে বিজ্ঞাপন দিতে হবে। পারলে নোটের কিছু বিবরণ দিন। এবার ক্রেতারা নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবেন।