শুধু ভারত নয়, গোটা বিশ্বে মোদিই সেরা! ‘বিশ্বনেতা’ হিসেবে সেরার সেরা খেতাব পেলেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) শাসনকালে ভারতের কতটা উন্নতি হল বা ভারতবাসী কি কি অর্জন করল সেই কথা বলতে গিয়ে অনেক তর্ক বিতর্ক হবে কিন্তু যদি বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন বহু দেশের নেতা মন্ত্রীদের থেকে, তা এক কথায় স্বীকার করতেই হবে আমাদের। নরেন্দ্র মোদির জনপ্রিয়তা যে ব্যাপক, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সমীক্ষা থেকে।

মনিটরিং কনসালটেন্ট সংস্থার একটি সার্ভে রিপোর্ট জানাচ্ছে, পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে এগিয়ে রয়েছেন জনপ্রিয়তার দিক থেকে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে যখন ৩ -২ স্কোর নিয়ে এগিয়ে রয়েছে বিজেপি, ঠিক তখনই আন্তর্জাতিক এই রেটিং দেখে উচ্ছ্বসিত হয়েছেন গেরুয়া শিবিরের সমর্থকরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার তরফ থেকে যে সমীক্ষা চালানো হয়েছে তাতে অংশগ্রহণ নিয়েছিলেন মোট ২২টি দেশ। গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই সার্ভে করা হয়েছিল। সমীক্ষায় ৭৬ শতাংশ জনসমর্থন নিয়ে মোদি হয়েছেন ওয়ার্ল্ড বেস্ট লিডার। মোদির নেতৃত্বেই দেশের সার্বিক উন্নতি ঘটেছে, এমনটাই মনে করছেন ৭৬ শতাংশ ভারতবাসী। বাকি ১৮ শতাংশ মনে করেন মোদি যোগ্য নেতা নন আর ৬ শতাংশ মানুষ কোন ভোট দেননি।

৭৬ জনসমর্থন নিয়ে নরেন্দ্র মোদি, প্রথম স্থান অধিকার করেছেন, যা প্রত্যেক ভারতীয়দের কাছে একটি সম্মানের বিষয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেস্কিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ, ৬৬ শতাংশ জনসমর্থন নিয়ে তিনি হয়েছেন দ্বিতীয়। তৃতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালাইন বারসেট, যিনি পেয়েছেন ৫৮% জনসমর্থক।

আরও পড়ুন : ভোটের আগে বড় ঝটকা, আগামী মাসেই লাগু হবে অষ্টম পে কমিশন? জানালো কেন্দ্র

এই তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তিনি পেয়েছেন ৪৯ শতাংশ রেটিং। আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৪১ শতাংশ সমর্থন পেয়ে অর্জন করেছেন ষষ্ঠ স্থান। ৩৭ শতাংশ জনসমর্থন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রয়েছেন সপ্তম স্থানে।

আরও পড়ুন : ২৩,৫৪৯ শিক্ষক-অশিক্ষক কর্মীকে নোটিশ! কলকাতা হাইকোর্টের পদক্ষেপে তোলপাড় বাংলা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মাত্র ৫৮ শতাংশ নম্বর পেয়ে রয়েছেন অষ্টম স্থানে। নবম স্থানে রয়েছেন ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার ঋষি সুনক, পেয়েছেন ২৫ শতাংশ জনসমর্থন। দশম স্থানে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, যিনি পেয়েছেন মাত্র ২৪ শতাংশ জনসমর্থন।

আরও পড়ুন : ১০ হাজার টাকা করে জমিয়ে পাবেন ৫ লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের সেরা এই প্রকল্প সম্পর্কে জেনে নিন