সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত! শীতের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

আকাশ পরিষ্কার হতে না হতেই পাল্টে গেছে আবহাওয়া (Weather)। দক্ষিণবঙ্গ (South Bengal) তো বটেই, সারা পশ্চিমবঙ্গে এবারে ধীরে ধীরে প্রবেশ করেছে শীত। উত্তুরে হাওয়ার দাপটের সাথে সাথে দেখা যাচ্ছে ঘন কুয়াশা, সাথে চলবে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট, হবে তুষারপাতও। চলুন আগামী কয়েক দিন কতটা দ্রুত পারদ নামবে সেটাই জেনে নেব আমরা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিন উত্তরবঙ্গে চলবে ঘন কুয়াশা দাপট। ২০০ মিটারের নিচে নেমে আসবে দৃশ্যমানতা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দার্জিলিঙ শহরে। এছাড়া মঙ্গল এবং বুধবার নাগাদ দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত এবং কালিংপং-এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার পাশাপাশি দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে আগামী দুদিন হালকা এবং মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুধু উত্তরবঙ্গ নয়, আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে হালকা কুয়াশা দেখতে পাওয়া যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়।

শুধু পশ্চিমবঙ্গ নয়, আগামী ৩ দিনে উত্তর ভারত,মধ্য ভারত এবং পূর্ব ভারতে তাপমাত্রা কমে যাবে অনেকটাই। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখতে পাওয়া যাবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। ঘন কুয়াশার দাপট থাকবে বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, দিল্লি এবং রাজস্থানে। ভোরবেলায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মনিপুর, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।

আরও পড়ুন : প্রাইমারি টেট নিয়ে চরম দুঃসংবাদ, ৫৫ হাজার হবু শিক্ষকের জন্য বড় ঘোষণা করল পর্ষদ

এর মধ্যেই দক্ষিণ পূর্ব আরবসাগর এবং মালদ্বীপ এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার ফলে সোমবার অর্থাৎ ১১ ই ডিসেম্বর একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের কেরালা, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, কারাইকালে। তবে দক্ষিণ ভারত এবং উত্তরবঙ্গ ছাড়া আপাতত দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন : ভারতের এই ৫ জায়গায় পোশাক পরা নিষিদ্ধ, পোশাক ছাড়াই ঘোরাফেরা করেন পুরুষ-মহিলা

ইতিমধ্যেই কলকাতায় ১৮ ডিগ্রির নিচে নেমে গেছে তাপমাত্রা, যা আগামী ৩-৪ দিনে নেমে আসবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে সকালের দিকে কুয়াশা থাকলেও সারাদিন পরিষ্কার আকাশ থাকবেই দক্ষিণবঙ্গে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৬০ থেকে ৯৭ শতাংশ।

আরও পড়ুন : শুধু ভারত নয়, গোটা বিশ্বে মোদিই সেরা! ‘বিশ্বনেতা’ হিসেবে সেরার সেরা খেতাব পেলেন নরেন্দ্র মোদী