একদিনের মধ্যেই একেবারে ছক্কা হাঁকিয়ে দিয়েছে শীত (Winter)। নিম্নচাপের ফলে যে শীত এতদিন আটকে ছিল, তা এবার পুরোদমে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গ (South Bengal) -সহ সারা পশ্চিমবঙ্গে (West Bengal)। ঝকঝকে আবহাওয়া (Weather Update) আর সাথে উত্তুরে হাওয়া, বহুদিনের প্রতীক্ষিত ঠান্ডা এবার এসে গেছে পশ্চিমবঙ্গের দোরগোড়ায়। এবারে শীতে কোথায় কোথায় চলবে শৈত প্রবাহ, কোথায় হবে তুষারপাত, চলুন জেনে নেওয়া যাক।
ইতিমধ্যেই কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় বেশ অনেকটাই নেমে গেছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম অর্থাৎ একদিনে ১ ধাক্কায় ২ ডিগ্রি কমে গেছে কলকাতার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের মধ্যে এই মুহূর্তে সবথেকে শীতলতম স্থান পুরুলিয়া। কলকাতার অদূরে ব্যারাকপুরে তাপমাত্রা কমে গেছে ১৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না। কলকাতা ছাড়া আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৪.৬° সেলসিয়াস, বিষ্ণুপুর এবং বাঁকুড়ায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, শান্তিনিকেতনে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় তাপমাত্রা কমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং- এ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং-এর থেকেও তাপমাত্রা কমে গেছে শ্রীনিকেতনে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে এই মুহূর্তে রয়েছে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিংপংয়ে হবে তুষারপাত, চলবে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন : ৩১শে ডিসেম্বরের আগেই সেরে নিন আধার, FD এবং ব্যাঙ্কের এই কাজগুলো, না হলে পড়বেন সমস্যায়
কড়া শীতের পাশাপাশি কুয়াশায় ঢেকে যাবে গোটা পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা জেলায় আগামী দুদিন থাকবে ঘন কুয়াশা দাপট। দৃশ্যমানতা কমে যাবে ২০০ মিটারের নিচে। শুধু উত্তরবঙ্গ নয়, সারা ভারতবর্ষে জুড়ে থাকবে কুয়াশার দাপট। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখতে পাওয়া যাবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। ঘন কুয়াশার দাপট থাকবে বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশ, দিল্লি এবং রাজস্থানে। কুয়াশা থাকার সম্ভাবনা মনিপুর, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।
আরও পড়ুন : প্রাইমারি টেট নিয়ে চরম দুঃসংবাদ, ৫৫ হাজার হবু শিক্ষকের জন্য বড় ঘোষণা করল পর্ষদ
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ১২ ডিসেম্বর থেকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে থাকবে। ১২ ডিসেম্বর থেকে রাতের পারদ নেমে যাবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। মাঝে শুধু ১৪ তারিখ ১৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার বেলার তাপমাত্রারও ঊর্ধ্বমুখী হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই আপাতত। ১২ এবং ১৩ ডিসেম্বর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে পশ্চিমবঙ্গ মোটামুটি শুষ্ক থাকলেও আগত একটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী বেশ কয়েকদিন দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি সহ আরো বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।
আরও পড়ুন : শুধু ভারত নয়, গোটা বিশ্বে মোদিই সেরা! ‘বিশ্বনেতা’ হিসেবে সেরার সেরা খেতাব পেলেন নরেন্দ্র মোদী