Bank Holiday List : ২৫ শে মার্চ, দেশ জুড়ে পালন হবে হোলি উৎসব। ওইদিন গোটা দেশে ছুটি থাকবে। স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে মার্চের এই শেষ সপ্তাহে ২২ থেকে ৩১ শে মার্চের মধ্যে ৮ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। এদিকে মার্চ মাসেই আবার শেষ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। তাই রবিবার ছুটিতেও ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। হয়রানি এড়াতে আগেভাগেই দেখে নিন ব্যাঙ্ক ছুটির তালিকা।
২২ থেকে ৩১ শে মার্চ কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন
- ২২ শে মার্চ : বিহার দিবস উপলক্ষে পাটনাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৩ শে মার্চ : চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে গোটা দেশে।
- ২৪ শে মার্চ : রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৫ শে মার্চ : হোলি উপলক্ষে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, ইম্ফল, কোচি, কোহিমা, পাটনা, শ্রীনগর এবং ত্রিবান্দম ছাড়া গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৬ শে মার্চ : হোলি উপলক্ষে ভোপাল এবং পাটনাতে, ইয়াওসাং দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৭ শে মার্চ : হোলি উপলক্ষে পাটনাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৯ শে মার্চ : গুড ফ্রাইডে উপলক্ষে আগরতলা, গুয়াহাটি, জয়পুর, জম্মু, শিমলা ও শ্রীনগর বাদে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩১ শে মার্চ : রবিবার সাপ্তাহিক ছুটি।
রবিবারেও খোলা থাকবে এই সমস্ত ব্যাঙ্ক
মার্চের শেষের দিকে একসঙ্গে এতগুলো ছুটিতে কার্যত সমস্যার সৃষ্টি হতে পারে। ২০২৩-২৪ অর্থবছরের শেষ সপ্তাহে এতদিনের ছুটির মধ্যে তাই ৩১শে মার্চ, রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন গোটা দেশের ৩৩ টি এজেন্সি ব্যাঙ্ক খোলা রাখতে হবে। এজেন্সি ব্যাঙ্ক হল সেই সমস্ত ব্যাঙ্ক যেগুলো সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত। দেখে নিন এক নজরে কোন কোন ব্যাঙ্ক রয়েছে এই তালিকায় –
৩১ শে মার্চ কোন কোন ব্যাঙ্ক খোলা থাকবে?
- ব্যাঙ্ক অফ বরোদা
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
- কানারা ব্যাঙ্ক
- ভারতের কেন্দ্রীয় ব্যাংক
- ইন্ডিয়ান ব্যাঙ্ক
- ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
- পঞ্জাব ও সিন্ধু ব্যাংক
- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ইউকো ব্যাঙ্ক
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড
- সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড
- ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড
- ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড
- এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড
- আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড
- আইডিবিআই ব্যাঙ্ক লিমিটেড
- আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড
- ইন্দাসইন্ড ব্যাঙ্ক লিমিটেড
- জম্মু ও কাশ্মীর ব্যাংক লিমিটেড
- কর্ণাটক ব্যাঙ্ক লিমিটেড
- করুর বৈশ্য ব্যাঙ্ক লিমিটেড
- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড
- আরবিএল ব্যাংক লিমিটেড
- সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড
- ইয়েস ব্যাঙ্ক লিমিটেড
- ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড
- বন্ধন ব্যাঙ্ক লিমিটেড
- সিএসবি ব্যাঙ্ক লিমিটেড
- তামিলনাড় মার্কেন্টাইল ব্যাঙ্ক লিমিটেড
- ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড
আরও পড়ুন : পুরনো নোট বিক্রি করে লাখ টাকা কামান, জেনে নিন RBI -এর নতুন নিয়ম
রিজার্ভ ব্যাঙ্কের হলিডে লিস্ট
প্রত্যেক মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা নির্ধারণ করে RBI। ২০২৪ সালে মাস অনুসারে দেখে নিন ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা rbi.org.in এর এই ওয়েবসাইট থেকে।