৩১ শে মার্চ, ২০২৩-২৪ অর্থবছরের শেষ দিন। ২০২৪-২৫ অর্থবছরে একাধিক ক্ষেত্রের পরিবর্তন আসতে চলেছে। ১লা এপ্রিল ২০২৪ থেকে NPS অ্যাকাউন্টের নিয়মে পরিবর্তন, অত্যাবশ্যকীয় ওষুধের দাম বৃদ্ধি, ইলেকট্রিক স্কুটারের দাম বৃদ্ধিসহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন আসছে। এক নজরে দেখে নিন ১ লা এপ্রিল থেকে কোন কোন বিষয়ে পরিবর্তন হচ্ছে (Rules Changes From 1st April 2024)।
Rules Changes From 1st April 2024
NPS লগইন প্রক্রিয়া
পেনশন তহবিল নিয়ন্ত্রক সংস্থা পেনশন ফান্ড রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি তথা PFRDA ন্যাশনাল পেনশন সিস্টেম তথা NPS লগ ইন সিস্টেমে ২ ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেছে। যাদের NPS অ্যাকাউন্ট রয়েছে তাদের আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে আইডি এবং পাসওয়ার্ডসহ OTP পাঠানো হবে। এই OTP ব্যবহার করেই সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি তথা CRA সিস্টেমে লগইন করা যাবে।
NPS লগইন করার নতুন প্রক্রিয়া
- NPS -এর অফিসিয়াল ওয়েবসাইট https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html -এ যান।
- PRAIN/IPIN আইপিন দিয়ে Login করুন।
- এরপর স্ক্রিনে নতুন উইন্ডো খুলে যাবে।
- নতুন উইন্ডোতে NPS আইডি এবং পাসওয়ার্ড লিখুন।
- নিচে ক্যাপচা কোড লিখুন।
- এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP আসবে।
- সেই OTP লিখে Enter প্রেস করুন।
- এভাবে আপনার NPS অ্যাকাউন্ট খুলে যাবে।
বাড়বে ওষুধের দাম
১ লা এপ্রিল থেকে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফেকশনাল সহ ৮০০ টি ওষুধের দাম বাড়তে চলেছে। হোল সেল প্রাইস ইনডেক্স ওষুধ নিয়ামক সংস্থাকে দাম বাড়ানোর অনুমতি দিতে চলেছে। এর আগে ২০২২ সালে বিভিন্ন ওষুধের দাম ১০ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়। বিগত কয়েক বছরে ওষুধের দাম ১৫ থেকে ১৩০ শতাংশ বেড়েছে। প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন, ভিটামিন বি, মিনারেলের মত প্রয়োজনীয় এবং চাহিদাসম্পন্ন ওষুধ রয়েছে এই তালিকাতে।
আরও পড়ুন : CAA কী? CAA -তে ভারতের নাগরিকত্ব পেলে কী কী সুবিধা পাবেন?
বাড়বে ইলেকট্রিক স্কুটারের দাম
১লা এপ্রিল থেকে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের দাম ১০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট
২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে ইনকাম ট্যাক্সের স্ল্যাব রেটের কোনও পরিবর্তনের ঘোষণা হয়নি। ১ লা এপ্রিল থেকে শুরু হওয়া ২০২৪-২৫ অর্থবছরেও ইনকাম ট্যাক্সের রেটের কোনও পরিবর্তন হবে না বলেই অনুমান করা হচ্ছে।