পশ্চিমবঙ্গে সরকারি চাকরি এখন নেই বললেই চলে। বেসরকারি চাকরিতেও কোন স্থিরতা নেই। সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে থাকলেও দিনের শেষে আপনার চাকরিটি যে থাকবেই তার কোন গ্যারান্টি থাকে না আপনার কাছে। পরিবারের খরচ সামলানোর জন্য তাই এখনো অনেকেই ব্যবসার দিকে নিজের আগ্রহ প্রকাশ করছেন। আজ এই প্রতিবেদনে স্বল্প পুঁজি দিয়ে কি কি ব্যবসা (Buisness) শুরু করতে পারবেন সেটাই বলবো আমরা।
ব্যবসা কথাটি মাথায় এলেই আমাদের সবার আগে মনে হয় পুঁজি কথাটি। যথেষ্ট অর্থ না থাকলে কোন ব্যবসা শুরু করা যায় না তাই আমাদের ইচ্ছা থাকলেও আমরা ব্যবসা শুরু করতে পারি না কিন্তু আজ এমন কিছু ব্যবসার কথা আপনাদের জানাবো যা কম অর্থের মধ্যেই আপনি শুরু করতে পারবেন এবং লাভবান হতে পারবেন খুব তাড়াতাড়ি।
বিউটি পার্লারের ব্যবসা : যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক অথবা পার্টি, মেকআপ না করে এখন যাওয়াই যায় না। শুধু ব্রাইড যে মেকআপ করেন তা নয় যারা নিমন্ত্রিত হয়ে আসেন তারাও কিন্তু বেশ ভালই মেকআপ করেন। আপনি যদি কোন ইনস্টিটিউট থেকে ১০ বা ১৫ হাজার টাকার বিনিময়ে মেকআপ কোর্স শিখে নিতে পারেন তাহলে বাড়িতেই খুলে নিতে পারেন একটি বিউটি পার্লার এবং সেখানে মেকআপের মাধ্যমে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করতে পারবেন আপনি।
আচার তৈরীর ব্যবসা : আজকের দিনে মা ঠাকুমাদের হাতের তৈরি সেই আচার আর পাওয়াই যায় না। আপনার বাড়িতে যদি বয়স্ক কোন মানুষ থাকেন যিনি আচার তৈরি করতে ভালবাসেন বা করতে পারেন তাহলে তার হাত ধরেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে ৫০০ স্কোয়ার ফুট জায়গা এবং ৫ থেকে ৬ হাজার টাকা। তবে এটি যেহেতু খাবার জিনিস তাই অবশ্যই এই ব্যবসাটি শুরু করার আগে আপনার ফুড লাইসেন্স তৈরি করতে হবে এবং রেজিস্ট্রেশন করাতে হবে আপনার ব্যবসার। এই ব্যবসাটি যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা উপায় করতে পারবেন আপনি।
আরও পড়ুন : ১০ হাজার টাকা করে জমিয়ে পাবেন ৫ লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের সেরা এই প্রকল্প সম্পর্কে জেনে নিন
গিফটের ব্যবসা : এটি এমন একটি ব্যবসা যা সারা বছর লাভের মুখ দেখে। আপনি যদি পাইকারি মার্কেট থেকে ভালো ভালো গিফট কিনে একটি ছোট দোকান তৈরি করতে পারেন তাহলে আপনার ব্যবসা খুব শীঘ্রই দাঁড়িয়ে যাবে। ১০ থেকে ১২ হাজার টাকা বিনিয়োগ করলেই আপনি নিজের বাড়িতে বসেই আয় করতে পারবেন হাজার হাজার টাকা। তবে অবশ্যই মনে রাখতে হবে, আপনার গিফটের পছন্দ যেন ইউনিক হয়।
আরও পড়ুন : মহিলারা ঘরে বসে করুন এই ৫ ব্যবসা, মাসে উপার্জন করবেন মোটা টাকা