How To Reduce Electricity Bill : শীত পেরিয়ে গরম এল বলে। এই সময় একদিকে যেমন গরমের দাপটে ওষ্ঠাগত হয় প্রাণ, অন্যদিকে বিদ্যুৎ বিল দেখলে চোখ কপালে ওঠে। বিগত কয়েক বছরে বিদ্যুৎ বিল কার্যত প্রায় ৩ গুণ বেড়েছে। এমতাবস্থায় গরমে ফ্রিজ, এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখবেন জানুন সেই ট্রিক্স। নিচের এই কয়েকটি উপায় মেনে চললে বিদ্যুৎ বিল অর্ধেক কমাতে পারবেন। কীভাবে? দেখুন।
বিদ্যুৎ বিল বাড়ার কারণ
- বিদ্যুতের রেট বৃদ্ধি
- পুরনো ইলেকট্রনিক সিস্টেমের ব্যবহার
- ইনক্যান্ডিসেন্ট অথবা ফিলামেন্ট বাল্বের ব্যবহার
- ফ্রিজ, এসির ব্যবহার
- ইলেকট্রনিক্সের সামগ্রী ব্যবহার না হলেও প্লাগে রাখা
- অতিরিক্ত চার্জ দেওয়া
- আবহাওয়া
- মরসুম ভিত্তিতে বিদ্যুতের ব্যবহার
- যান্ত্রিক ত্রুটি যুক্ত ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার
- ত্রুটিপূর্ণ ওয়্যারিং
- অপ্রয়োজনে বিদ্যুৎ খরচ
বিদ্যুৎ বিল কমানোর সহজ ১০টি উপায়
ফ্রিজের বিল কমান
গরমে ফ্রিজ চলবেই। তবে দিনরাত ফ্রিজ না চালিয়ে নির্দিষ্ট সময় অন্তর কখনও কখনও ফ্রিজ বন্ধ করে দিতে পারেন। যেমন অনেকক্ষণ ধরে ফ্রিজ অন থাকার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য ফ্রিজ বন্ধ রাখুন। দিনে অন্তত ১-২ ঘণ্টা ফ্রিজ বন্ধ রাখুন।
এসির বিল কমান
এসিতে তাপমাত্রা যত কমবে, কমপ্রেসার তত বেশি কাজ করবে। যার ফলে বিদ্যুৎ খরচ বেশি হবে। ২৪ ডিগ্রিতে এসি সেট করে রাখলে বিল কম আসে। সারারাত এসি চললে ঘর ঠান্ডা হয়ে যায়। তাই ভোরের দিকে এসি বন্ধ রাখুন। খুব বেশি গরম না পড়লে ফ্যান চালান এসির বদলে। উইন্ডো এসির বদলে ইনভার্টার এসি বা ৫ স্টার যুক্ত স্প্লিট এসি কিনুন।
ওয়াশিং মেশিনের বিল কমান
বর্ষার সময় ছাড়া অন্যান্য সময়ে ওয়াশিং মেশিন ব্যবহার করে জামা-কাপড় শুকানো বন্ধ রাখুন। এতে বিদ্যুৎ খরচ কমবে ও বিল অনেকটাই কম আসবে।
বদলে ফেলুন রান্নাঘরের চিমনি
রান্নাঘর ধোয়ামুক্ত এবং পরিষ্কার রাখতে চিমনি এখন ঘরে ঘরে রয়েছে। তবে এতে বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়। চিমনির বদলে একজস্ট ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ খরচ যেমন কম হবে তেমন কাজ বেশি ভাল হবে।
ল্যাপটপ বনাম ডেক্সটপ কম্পিউটার, কোনটা বিদ্যুৎ বিল কমায়?
ল্যাপটপ এবং ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসবেই। তবে ল্যাপটপ ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে, ডেক্সটপ কম্পিউটারে তার থেকে অনেক বেশি বিল আসে। কারণ এক্ষেত্রে বিদ্যুতের সংযোগ সরাসরি ডেক্সটপের সঙ্গে থাকে। এতে বিদ্যুৎ খরচ বেশি হয়।
বিদ্যুৎ সাশ্রয়ী সামগ্রী ব্যবহার করুন
ফিলামেন্ট যুক্ত বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসবে। তুলনায় LED বাল্ব অনেক কম বিদ্যুৎ খরচ করে। এর আয়ু এবং কার্যক্ষমতা ফিলামেন্ট বাল্বের তুলনায় কয়েক গুণে বেশি। আবার ফ্রিজ, এসি ব্যবহারের সময় খেয়াল রাখুন সেগুলো যেন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন হয়।
ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখুন
ব্যবহারের পর সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রী এবং ডিভাইসের প্লাগ খুলে রাখবেন। একইভাবে মোবাইল মোবাইল, বা অন্যান্য সামগ্রী চার্জে বসিয়ে ফুল চার্জ হয়ে গেলেই প্লাগ থেকে খুলে ফেলুন। নয়তো অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে।
বিদ্যুতের অপব্যবহার বন্ধ করুন
ঘর থেকে বেরোনোর সময় লাইট, ফ্যান এবং অন্যান্য সুইচ বন্ধ করুন। মোবাইল চার্জে বসিয়ে ঘুমোনোর অভ্যাস ত্যাগ করুন।
সোলার প্যানেল ব্যবহার করুন
বর্তমান সময়ে সোলার প্যানেল ব্যবহার করা খুবই বুদ্ধিমানের কাজ। প্রথমে খরচ বেশি মনে হলেও দীর্ঘমেয়াদে এটা খরচ অনেক বাঁচাবে। বাড়ির বারান্দাতে কিংবা ছাদে অনায়েসে এই সোলার প্যানেল বসানো যায়।
আরও পড়ুন : বিনামূল্যে পাবেন ৩০০ ইউনিট বিদ্যুৎ! করুন শুধু ছোট্ট এই কাজ
মিটার পরীক্ষা করুন
অনেক সময় বিদ্যুৎ বিল বেশি আসার কারণ হয়ে দাঁড়ায় খারাপ মিটার যন্ত্র। তাই প্রত্যেকদিন মিটার পরীক্ষা করে দেখুন কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। যান্ত্রিক ত্রুটি আছে দেখলে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করুন।
স্টার রেটিং দেখে ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনুন
যেকোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি কেনার সময় তার রেটিং দেখে নেবেন। উচ্চমানের স্টার রেটিং যুক্ত ডিভাইস কিনলে বিদ্যুৎ খরচ কম হবে।
আরও পড়ুন : ১-এ ফ্যান চালালে ইলেকট্রিক বিল বেশি আসে নাকি কম? কত নম্বরে ফ্যান চালানো উচিত?
কেন বিদ্যুৎ বিল বেশি আসছে?
সাম্প্রতিককালে বিদ্যুতের বিল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ বন্টন সংস্থা। গত বছরের মার্চ মাসে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের অনুমোদনে ফিক্সড চার্জ বেড়েছে। আগে প্রতি কেবি বিদ্যুৎ ব্যবহারের জন্য ১৫ টাকা নেওয়া হত। এখন ৩০ টাকা নেওয়া হয়। এছাড়া গরমে খরচ বাড়ার জন্য এসির লোডকেও দায়ী করছে বিদ্যুৎ সংস্থা।