Aadhaar Biometric Lock/Unlock : আধার কার্ডের ১২ ডিজিটের শনাক্তকরণ নম্বরটি বর্তমানে দেশের প্রতিটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। ঠিকানা এবং পরিচয় পত্রের প্রমাণ হিসেবে সর্বত্র আধার গ্রহণযোগ্য। তবে এই আধার কার্ডের তথ্য চুরি করে অনেক জালিয়াতির ঘটনা ঘটছে দেশজুড়ে। এই জালিয়াতি রুখতে অনলাইনে আপনি আপনার আধারের বায়োমেট্রিক লক করতে পারেন খুব সহজেই। আবার চাইলে আনলকও করতে পারেন যখন খুশি। কীভাবে? দেখুন পদ্ধতি।
How to Lock/Unlock your Biometrics in Aadhaar
আধার বায়োমেট্রিক লক করা প্রয়োজন কেন?
আপনার আধারের তথ্য চুরি করে যাতে কেউ আপনার সঙ্গে বা আপনার নামে জালিয়াতি না করতে পারে তার জন্য। আধার বায়োমেট্রিক লক সিস্টেম চালু করা হয়েছে। তবে আধার কার্ডের বায়োমেট্রিক লক করা থাকলে আপনি নিজেও ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সাময়িকভাবে আনলক করে তারপর আধারের বায়োমেট্রিক ব্যবহার করতে হবে।
অনলাইনে কীভাবে আধার বায়োমেট্রিক লক অথবা আনলক করবেন?
আপনি UIDAI এর myaadhaar.uidai.gov.in পোর্টালের মাধ্যমে আধারের বায়োমেট্রিক লক অথবা আনলক করতে পারবেন। এজন্য আপনাকে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে -
- UIDAI এর myAadhaar পোর্টালে যান
- Lock/Unlock Aadhaar ট্যাবে ক্লিক করুন
- Next অপশনে ক্লিক করুন
- লক করতে চাইলে Lock Aadhaar সিলেক্ট করুন। আধার আনলক করতে চাইলে Unlock Aadhaar সিলেক্ট করুন।
- আপনার ভার্চুয়াল আইডি এবং ক্যাপচা কোড লিখুন। এবার Send OTP ক্লিক করুন।
- OTP লিখে দিলেই বায়োমেট্রিক লক অথবা আনলক হয়ে যাবে।
mAadhaar অ্যাপের মাধ্যমে কীভাবে বায়োমেট্রিক লক অথবা আনলক করবেন?
- গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে mAadhaar অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
- অ্যাপ্লিকেশনটি খুলে লগইন করুন।
- My Aadhaar আইকনে ট্যাপ করুন।
- আপনার আধার নম্বর, ক্যাপচা কোড এবং OTP লিখুন।
- বায়োমেট্রিক লক করতে ‘Biometrics Lock’ অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন : ১ টি মোবাইল নম্বরে সর্বোচ্চ কতগুলি Aadhaar Card লিংক করা যায়? কী নিয়ম আছে UIDAI -এর?
SMS -এর মাধ্যমে কীভাবে আধার বায়োমেট্রিক আনলক করবেন?
SMS এর মাধ্যমে আধার আনলক করতে হলে আপনাকে ভার্চুয়াল আইডি পেতে হবে। তার জন্য কী করবেন দেখে নিন –
- ১৯৪৭ নম্বরে GVID <space> < আপনার আধার কার্ডের নম্বরের শেষ ৪টি নম্বর লিখে সেন্ড করুন।
আপনার কাছে আপনার ভার্চুয়াল আইডি চলে আসবে এসএমএস মারফত - এবার ১৯৪৭ নম্বরে GETOTP <space> আপনার ভার্চুয়াল আইডির শেষ ৬ টি নম্বর লিখে সেন্ড করুন
- ওটিপি পাওয়ার পর পুনরায় ১৯৪৭ নম্বরে UNLOCKUID <space> ভার্চুয়াল আইডির শেষ ৬ টি নম্বর> <space> <OTP এর ৬টি নম্বর> লিখে সেন্ড করুন।
- ভেরিফিকেশনের পর আপনার কাছে আধার কার্ড আনলকিং এর কনফার্মেশন মেসেজ আসবে।
আরও পড়ুন : নিজের ফোনেই করে নিন Aadhaar Card আপডেট! রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
কতক্ষণের জন্য আধার আনলক থাকে?
আনলক করার পর আপনি নিজের কাজ করার জন্য ১০ মিনিট সময় পাবেন। ১০ মিনিট পর আধার আবার আগের মত অটোমেটিক লক হয়ে যাবে।