ডিসেম্বরের মাঝামাঝি সময় উপস্থিত। অন্যান্য বারের তুলনায় শীত (Winter) এবারে দেরি করে পড়লেও ঠান্ডার দাপট কিন্তু বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। সকালবেলায় কুয়াশায় ঢাকছে চারপাশ। বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) কেমন থাকবে? কোন কোন জেলাতে হবে বৃষ্টি (Rain)? উত্তরবঙ্গে কি তুষারপাতের সম্ভাবনা আছে? জেনে নিন আবহাওয়া দপ্তর কি বলছে।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজ বৃষ্টিপাত হবে না। তবে বুধবার দার্জিলিং এবং কালিংপংয়ের কয়েকটি জায়গাতে বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। বুধবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
কলকাতা এবং তার আশেপাশে জেলাগুলোতে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এই দিন। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।
আরও পড়ুন : ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস, কোথায় টাকা রাখলে কত সুদ মেলে? কোথায় লাভ বেশি?
বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে গত কয়েকদিনের তাপমাত্রা ছিল বেশ কম। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলোতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে ৯৫ শতাংশ পর্যন্ত।
আরও পড়ুন : ১০ হাজার টাকা করে জমিয়ে পাবেন ৫ লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের সেরা এই প্রকল্প সম্পর্কে জেনে নিন
এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর ভারত, মধ্য ভারত, পূর্ব এবং পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা কমবে আরো। বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টার তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আরও পড়ুন : কম পুঁজিতে ব্যবসা করেও হবেন মালামাল! ২০২৪ এ ঘরে বসে শুরু করুন এই কাজ