জেলায় জেলায় বৃষ্টি, আরও নামবে দক্ষিণবঙ্গের পারদ! রইল আবহাওয়া সতর্কতা

অবশেষে পশ্চিমবঙ্গ জুড়ে জাঁকিয়ে পড়ল ঠান্ডা। আবহাওয়া (Weather) যত হচ্ছে পরিষ্কার, ততই বাড়ছে শীত (Winter)। দিনের পর দিন কমে যাচ্ছে তাপমাত্রা। চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গ (South Bengal) সহ সারা পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোথায় হবে বৃষ্টিপাত, তুষারপাত হবে কোথায়?

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এলাকায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। তবে দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাত, শিলা বৃষ্টি এবং নিচু এলাকাগুলিতে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার, মালদা জেলায় তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ৬ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসবে।

আগামী শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কোন জেলায় তুষারপাত হওয়ার কোন সম্ভাবনা নেই, সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাত হওয়ার। তবে এবার উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে বলেই অনুমান করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।

আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের কোন জেলায় তাপমাত্রার তেমন কোন পার্থক্য না হলেও উত্তর পশ্চিম ভারতে বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। বৃষ্টিপাত হতে পারে কেরালা, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, পুদুচেরি মাহি এবং কারাইকালে। কুয়াশার দাপট কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে?

আরও পড়ুন : ৫ রাশি সাবধান, শনির কোপে ছারখার হবে নতুন বছর! রইল প্রতিকার

বৃহস্পতিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে এই মুহূর্তে কোন ভারী কুয়াশার সতর্কতা জানানো হয়নি পশ্চিমবঙ্গে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। অসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা আছে। কুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।

আরও পড়ুন : মেয়াদের আগেই ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নিলে কত সুদ পাবেন? কত টাকার লোকসান হবে?