Bank Locker Rules 2024 : মূল্যবান গয়না হোক বা দরকারি নথিপত্র, বাড়িতে রাখার থেকে ব্যাঙ্কের লকারে সুরক্ষিত রাখাতেই নিরাপদ বোধ করেন সাধারণ মানুষ। তবে একজন ব্যক্তি ব্যাঙ্কে কটা লকার রাখতে পারেন নিজের নামে? লকার ভাড়া নেওয়ার জন্য কী কী করতে হয়? কত টাকা দিতে হয়? সবকিছু জানুন এই প্রতিবেদন থেকে।
ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও কি লকার খোলা যায়?
যে ব্যাঙ্কে লকার খুলতে চাইছেন তাতে আপনার অ্যাকাউন্ট থাকলে লকার খুলতে সুবিধা হয়। যদি আপনি অ্যাকাউন্ট না খোলেন সেক্ষেত্রে লকার পেতে হলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কখনো কখনো ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
কীভাবে ব্যাঙ্কের লকার খুলতে হয়?
- ব্যাঙ্কের লকার খোলার জন্য আবেদন পত্র জমা দিতে হবে। তবে তার আগে ওই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে।
- KYC দিতে হবে।
- লকারের একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যাকে মেমোরেন্ডাম অফ লেটিং বলা হয়।
- ব্যাঙ্কের সমস্ত শর্তে রাজি হয়ে চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
ব্যাঙ্কে লকার রাখতে ভাড়া কত দিতে হয়?
লকারের আকার এবং অবস্থানের উপর নির্ভর করে ভাড়ার পরিমাণ নির্ধারণ করা হয়। সাধারণত ব্যাঙ্কগুলো ৩ বছরের জন্য গ্রাহককে লকার ভাড়া দিতে পারে। তিন বছরের ভাড়া একবারে দিতে হয়। লকারের ভাড়া যদি বার্ষিক ২০০০ টাকা হয় তাহলে গ্রাহকের থেকে ৬০০০ টাকার বেশি নিতে পারবে না ব্যাঙ্ক। তবে এর উপর রক্ষণাবেক্ষণের চার্জ অবশ্য আলাদা থাকে।
ব্যাঙ্কের লকারে কী কী রাখতে পারবেন?
- সম্পত্তির নথিপত্র।
- গয়না।
- ঋণের নথিপত্র।
- জন্ম, বিয়ের সার্টিফিকেট।
- বীমা পলিসি।
- আমানতের নথিপত্র।
- গোপনীয় বা ব্যক্তিগত নথিপত্র।
ব্যাঙ্কের লকারে কী কী রাখতে পারবেন না?
- অস্ত্র,
- বিস্ফোরক সামগ্রী,
- মাদক সামগ্রী,
- নিষিদ্ধ সামগ্রী,
- পচনশীল বস্তু,
- তেজস্ক্রিয় উপাদান,
- অবৈধ জিনিস,
আরও পড়ুন : ১লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন নতুন নিয়ম
ব্যাঙ্কের লকারে জিনিস নষ্ট হলে কী হবে?
ব্যাঙ্কের লকারে কাগজপত্র রাখতে হলে প্লাস্টিকের পেপারে মুড়িয়ে বা ল্যামিনেট করিয়ে রাখা যেতে পারে। গয়না বা ধাতু প্লাস্টিক বা ধাতুর পাত্রে রাখা যেতে পারে। ব্যাঙ্ক থেকে এগুলো আপনাকে সরবরাহ করা হয় না। ব্যাঙ্ক তখনই আপনাকে ক্ষতিপূরণ দেয় যদি তাদের অবহেলা, কর্মচারীদের প্রতারণা বা অন্য কোনও অফিসিয়াল কারণে জিনিসের ক্ষতি হয়। এক্ষেত্রে লকারের ভাড়া যদি বছরে ২০০০ টাকা হয় তাহলে SBI -এর নীতি অনুসারে ২০০০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।
আরও পড়ুন : কোন ব্যাঙ্কের ATM থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?
নিজের নামে কটা লকার রাখা যায়?
নিজের নামে একাধিক লকার রাখা যেতেই পারে। অনেকেই একাধিক লকার ভাড়া নেন। তবে এক্ষেত্রে সেই ব্যক্তি কটা লকার পাবেন সেটা ঠিক করে দেবে ব্যাঙ্ক। অর্থাৎ আগের লকার ফাঁকা আছে কিনা ব্যাঙ্ক সেটা বিবেচনা করে নতুন লকার দেয়। যত বেশি লকার রাখবেন ভাড়া তত বেশি গুনতে হবে।