চলে এসেছে এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে একটি বড়সড় খবর। এবার থেকে সারাদেশে প্লাস্টিক বা ফাইবারের মতো বিশেষ উপাদান দিয়ে তৈরি কম্পোজিট গ্যাস সিলিন্ডার (Composite LPG Cylinder) ব্যবহার করতে হবে। কিন্তু কেন হঠাৎ এই নির্দেশ দেওয়া হল? কি করতে হবে গ্রাহকদের? কত দিনের মধ্যে চালু হবে এই নতুন নিয়ম?
কয়েকদিন আগেই সরকারের তরফ থেকে নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে একটি বড় খবর ঘোষণা করা হয়েছে। আমরা যে সিলিন্ডার ব্যবহার করি সেগুলিতে অনেক সময় প্রাণহানির মত বড়সড়ো ঘটনা ঘটতে পারে তাই সরকারের তরফ থেকে নতুন সিলিন্ডার বাজারে আনার চিন্তা-ভাবনা করা হয়েছে। কেমন হবে সেই সিলিন্ডার? কি সুযোগ সুবিধা পাবেন সাধারণ মানুষ?
কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে কম্পোজিট সিলিন্ডারে গ্যাস বিক্রি করা হবে। লোহার পরিবর্তে ফাইবার দিয়ে তৈরি করা হবে এই সিলিন্ডারগুলি। একদিকে যেমন ভীষণ হালকা হবে নতুন সিলিন্ডারগুলি, তেমন অন্যদিকে রান্নার গ্যাসের খরচও বেঁচে যাবে অনেকটা। এই সিলিন্ডারগুলি ব্যবহার করলে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবে এই সিলিন্ডার ব্যবহার করার জন্য অতিরিক্ত কিছু অর্থ খরচ হবে সাধারণ মানুষের।
এই সিলিন্ডার ব্যবহার করলে কি কি সুযোগ-সুবিধা পাবেন
১) লোহার সিলিন্ডারগুলি ওজনে ভীষণ ভারী হয়। এগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার, বাড়িতে যদি শুধু বয়স্করা থাকেন তাহলে আরও সমস্যা তৈরি হয় এই সিলিন্ডারগুলি একা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। নতুন সিলিন্ডার গুলি যেহেতু হালকা ফাইবার ধাতু দিয়ে তৈরি হবে তাই সেগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবা ভীষণ সহজসাধ্য ব্যাপার হয়ে যাবে।
২) লোহার সিলিন্ডার ব্যবহার করলে বাইরে থেকে বোঝা যায় না কতটা গ্যাস রয়েছে ভেতরে। বেশিরভাগ সময় আমরা গ্যাস থাকা সত্ত্বেও সিলিন্ডার খালি বলে তাকে বাতিল করে দিই। কিন্তু কম্পোজিট সিলিন্ডারগুলিকে আপনি থেকে দেখলেই বুঝতে পারবেন ভেতরে কতটা গ্যাস রয়েছে। তাতে আপনার একটুও গ্যাস নষ্ট হবে না। খরচও বেঁচে যাবে অনেকটা।
৩) লোহার গ্যাস সিলিন্ডার গুলিব্যবহার করলে সেগুলি মাঝে মাঝেই লিক হয়ে প্রাণহানির ঝুঁকি তৈরি হয়ে যায় কিন্তু কম্পোজিট সিলিন্ডার গুলি ব্যবহার করলে এগুলি লিক হবে না। আর যদি কোন সময় লিক হয় সেক্ষেত্রে ফাটল বা ছিদ্র আপনা আপনি সিল হয়ে যাবে। বুঝতেই পারছেন এই সিলিন্ডার গুলি ঠিক কতটা উপকারী।
৪) রান্নার গ্যাস সিলিন্ডার গুলি পুরনো হয়ে গেলেই মরচে ধরে যায় সহজে, তাই সেগুলি ভঙ্গুর হয়ে গিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফাইবার দিয়ে সিলিন্ডার গুলির গায়ে কোনভাবে মরচে ধরার সম্ভাবনা থাকে না উপরন্তু সেটি বাড়িতে রাখলে আপনার মেঝেতে দাগ হবার কোন সম্ভাবনাও থাকবে না।
আরও পড়ুন : এক ধাক্কায় DA বাড়ছে সরকারি কর্মীদের! কত শতাংশ বাড়লো? শুনলে আনন্দে লাফাবেন
কত টাকা বেশি দিতে হবে এই সিলিন্ডার ব্যবহার করলে?
এই সিলিন্ডার গুলি ব্যবহার করার আগে আপনাকে একটি ডিপোজিট চার্জ জমা দিতে হবে যেটি হলো ৩০০০ টাকা। বর্তমানে যে লোহার গ্যাস সিলিন্ডার গুলি আপনি ব্যবহার করছেন সেটা কেনার সময় আপনাকে ২২০০ টাকা দিতে হয় তাই মাত্র ৮০০ টাকা বেশি দিলেই আপনি পেয়ে যাবেন এই ফাইবার সিলিন্ডার।
আরও পড়ুন : চেকে টাকার অংক লেখার পর ONLY কেন লেখা হয়? ৯৯% মানুষ জানেন না
কবে থেকে এই সিলিন্ডার চালু হবে?
চলতি বছরের মার্চ মাস থেকেই পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে এই সিলিন্ডারের ব্যবহার শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। ডিসেম্বর মাস থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা সিলিন্ডার বিতরণ শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে, আগামী ৩১ শে মার্চ ২০২৪ – এর মধ্যে পশ্চিমবঙ্গের ৫০ শতাংশ গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই নতুন সিলিন্ডার।
আরও পড়ুন : শুধু ভারত নয়, গোটা বিশ্বে মোদিই সেরা! ‘বিশ্বনেতা’ হিসেবে সেরার সেরা খেতাব পেলেন নরেন্দ্র মোদী