Poila Baisakh 2024 : আর মাত্র দু সপ্তাহের মাথায় বাংলার নববর্ষ। পয়লা বৈশাখ উপলক্ষে উৎসবের আনন্দে মেতে উঠবে সারা বাংলা। দোকানে দোকানে পুরনো খাতা বদলে নতুন হালখাতা খোলা, মিষ্টিমুখ, লক্ষ্মী-গণেশের আরাধনা চলে। এই বছর পয়লা বৈশাখ কবে? কবে থেকে শুরু হচ্ছে বাংলার নববর্ষ? কেন পালন করা হয় পয়লা বৈশাখ? এর নেপথ্যে রয়েছে কোন ইতিহাস ও তাৎপর্য? জানুন এই প্রতিবেদন থেকে।
২০২৪ সালের পয়লা বৈশাখ কত তারিখ?
২০২৪ সালের পয়লা বৈশাখ অর্থাৎ ১৪৩১ সালের শুরুর দিনটি হল রবিবার, ১৪ ই এপ্রিল। এই দিন থেকে শুরু হবে ১৪৩১ বঙ্গাব্দ। তার আগের দিন অথবা ১৩ই এপ্রিল শনিবার চৈত্র সংক্রান্তি।
পয়লা বৈশাখের ইতিহাস
Poila Baisakh History : কেন পয়লা বৈশাখ থেকেই নতুন বঙ্গাব্দ ধরা হয়? জানতে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর আগে। কেউ কেউ বলেন বঙ্গাব্দের সূচনা হয়েছিল সপ্তম শতাব্দীতে। গৌড় রাজ শশাঙ্কের রাজ্যাভিষেকের পর বঙ্গাব্দের প্রচলন শুরু হয়। আবার অনেকে মনে করেন ৫৯৩ খ্রিস্টাব্দে সম্রাট বিক্রমাদিত্য বঙ্গাব্দের প্রচলন করেন।
পয়লা বৈশাখের ইতিহাসের সঙ্গে মুঘল সম্রাট আকবরের নাম জড়িয়ে রয়েছে। সম্রাট আকবরের আমলে প্রজাদের চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাশুল, শুল্ক পরিশোধ করতে হত। এর পরের দিন অর্থাৎ ১ লা বৈশাখে জমিদাররা প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণ করতেন। জমি, কৃষিকাজ, খাজনা এবং ব্যবসা সংক্রান্ত হিসেবের জন্য হালখাতার প্রচলন হয়েছিল সম্রাট আকবরের সময় থেকেই।
পয়লা বৈশাখের তাৎপর্য
Poila Baisakh Significance : শুধু বাংলা নয়, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ পয়লা বৈশাখে উৎসব পালন করে। এই দিনে উৎসব পালনের মাধ্যমে বাঙালি ফসল কাটার ঋতুকে স্বাগত জানায়। কৃষকরা বিশ্বাস করেন এই দিনে ফসল কাটলে ধন-সম্পদের দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন। তাদের মুনাফা বাড়বে। ব্যবসায়ীদের জন্য এটা অত্যন্ত শুভ দিন। তারা মনে করেন এই দিনে লক্ষ্মী এবং গনেশের পূজা করলে তারা ঋণ মুক্ত হবেন, লাভবান হবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য এই দিনটাকে শুভ ধরা হয়।
আরও পড়ুন : বাড়িতে কতটা মদ রাখা যায়? বিপদে পড়ার আগেই জেনে নিন
কীভাবে পালন করা হয় পয়লা বৈশাখ?
এদিন বাঙালিরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন। এরপর স্নান সেরে নতুন জামা কাপড় পরে লক্ষ্মী এবং গণেশের পূজা করেন। নতুন বছরের সুখ এবং সমৃদ্ধির প্রার্থনা করেন। অনেক জায়গাতে খড় পোড়ানোর রীতি রয়েছে। এর মাধ্যমে বিগত বছরে যত কষ্ট হয়েছিল তার থেকে মুক্তি মিলবে বলে আশা করা হয়। দুপুরে থাকে জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন। পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচালঙ্কা, ভাজা ইলিশ মাছ খাওয়ারও প্রচলন রয়েছে গ্রামবাংলায়। বিকেলে হালখাতার অনুষ্ঠানের মাধ্যমে মিষ্টিমুখ চলে।
আরও পড়ুন : বাংলায় ১৫ দিন বন্ধ থাকবে মদের দোকান! মাথা ঠুকলেও মিলবে না মদ
২০২৪ সালের পয়লা বৈশাখের তাৎপর্য
এই বছর পয়লা বৈশাখে দুর্লভ কাকতালীয় যোগের সৃষ্টি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই বছরের রাজা হবে চাঁদ। মন্ত্রী হবে শনি। চাঁদ থাকবে মীন রাশিতে। রাহু এবং শুক্রের সঙ্গে শনি কুম্ভ রাশিতে থাকবে। এই বছর প্রত্যেকের জীবনে পরিকল্পনা সিদ্ধ করার বছর হতে পারে। সব নেতিবাচক চিন্তা তাই মন থেকে ঝেড়ে ফেলুন। আপনার চলার পথে বাধা আসলে থমকে যাবেন না। বরং বাধা পেরিয়ে এগোনোর চেষ্টা করুন। আপনার শিক্ষা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন। সাফল্য আসবেই।