বদলে গেল FASTag ব্যবহারের নিয়ম, না জানলে গুনতে হবে ডবল টাকা

Toll Tax New Rule : ১লা এপ্রিল থেকে দেশজুড়ে টোল ট্যাক্স (Toll Tax) বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বেশ জল্পনা শোনা যাচ্ছিল। তবে এখনই টোল ট্যাক্স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল না জাতীয় সড়ক পরিবহন মন্ত্রক। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) টোল ট্যাক্সের বৃদ্ধির কথা জানালেও শেষমেষ পিছিয়ে এল কেন্দ্র। তবে একই সঙ্গে FASTag নিয়ে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কারণে টোল ট্যাক্স দ্বিগুণ নেওয়া হতে পারে সাধারণ মানুষের থেকে।

১লা এপ্রিল থেকে বাড়ছে না টোল ট্যাক্স

এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্কের অধীনে ৮৫৫ টি টোল প্লাজা রয়েছে। জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যানবাহন নিয়ে চলাচলের সময় এই ট্যাক্স দিতে হয়। জায়গার উপর নির্ভর করে টোল ট্যাক্সের পরিমাণ কেমন হবে। কোনও কোনও টোল প্লাজাতে অল্প কিছু টাকা দিলেই চলে। আবার কোথাও বেশি টাকা দিতে হয়।

NHAI প্রথমে ১লা এপ্রিল থেকে টোল ট্যাক্স বৃদ্ধির কথা ঘোষণা করে। কোথাও ১০ শতাংশ, কোথাও ৫ শতাংশ হারে টোল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন চলাকালীন টোল ট্যাক্স বৃদ্ধি না করার নির্দেশ দেওয়া হয়। যে কারণে ট্যাক্স বৃদ্ধির সময়টা পিছিয়ে দেওয়া হল। ভোট না মেটা পর্যন্ত পুরনো হারেই টোল ট্যাক্স দিতে হবে।

FASTag নিয়ে নতুন নিয়ম

ট্যাক্স দেওয়ার কারণে টোল প্লাজাতে যাতে অনেকক্ষণ দাঁড়াতে না হয় তার জন্য FASTag পরিষেবার প্রচলন হয়। এই পরিষেবার মাধ্যমে কোনও গাড়ি টোল প্লাজাতে ঢুকলেই FASTag স্ক্যান করে ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়। যার ফলে যাত্রীদের অনেকেটা সময় বেঁচে যায়। এই FASTag সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন আনা হল।

এতদিন একটি মাত্র FASTag একাধিক গাড়িতে ব্যবহার করা গিয়েছে। কিংবা একটি গাড়িতে অনেকগুলো FASTag ব্যবহার করা হয়েছে। তবে কেন্দ্রের নতুন নিয়ম অনুসারে এবার থেকে আর এমনটা চলবে না। অর্থাৎ একটি গাড়িতে একাধিক FASTag ব্যবহার করা যাবে না। আবার একাধিক গাড়িতে একটাই FASTag ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন : ট্যাক্স না দিয়েও হবে লাখ লাখ টাকার সেভিংস! টাকা রাখুন এইভাবে

কী করতে হবে সাধারণ মানুষকে?

কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের কারণে এবার গাড়ির মালিকদের যেকোনও একটি FASTag বেছে নিতে হবে একটি গাড়ির জন্য। যদি তার কাছে একাধিক গাড়ি থাকে তাহলে প্রত্যেকটি গাড়ির জন্য আলাদা আলাদা FASTag করাতে হবে। তা না হলে তাকে ডবল টাকা ট্যাক্স দিতে হবে।

আরও পড়ুন : ১লা ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে এই ৫টি নিয়ম, জেনে নিন নতুন নিয়ম

যদি নতুন এই নিয়ম মানা না হয় অর্থাৎ কেন্দ্রের নির্দেশের পরেও যদি একাধিক গাড়িতে একটা FASTag ব্যবহার করেন, বা একটি গাড়িতে একাধিক FASTag ব্যবহার করেন তাহলে FASTag আর কাজ করবে না। বর্তমান নিয়ম অনুসারে যদি কারো কাছে FASTag না করা থাকে বা FASTag কাজ না করে সেক্ষেত্রে তাকে নগদের মাধ্যমে ডবল টোল ট্যাক্স দিতে হবে।