ডিসেম্বর পড়তে না পড়তেই কার্যত শীতের (Winter) দাপট বেশ ভালোই টের পেতে শুরু করেছেন বাংলার মানুষেরা। তারই মধ্যে আবার জানা যাচ্ছে আরব সাগরে ঘূর্ণাবর্তের চোখ রাঙানীর কথা। আইএমডি সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে গোটা দেশে। এর প্রভাবে কি এই সপ্তাহে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে? কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া (Weather)? জেনে নিন।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনও সতর্কবার্তা নেই। রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হয়নি। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না। তবে তাপমাত্রার পারদ উপরে ওঠার কোনো সংকেত নেই। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও নিচে নামবে। এই সপ্তাহের শুরুতেও শীতের দাপট অব্যাহত থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১২ ডিগ্রির আশেপাশে থাকবে।
এই সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলোতেও সোমবার এবং মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রামসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আরও পড়ুন : ২০২৪ -এ রোজগার বাড়বে এই ৪ রাশির, লক্ষ্মী-নারায়ণের কৃপায় সমৃদ্ধি এবার তুঙ্গে
গতকাল রবিবার ছিল এই মরসুমের শীতলতম দিন। সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। আপাতত কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে উত্তরে হাওয়ার দাপটে তাপমাত্রা কিছুটা কম থাকবে। দার্জিলিং এবং কালিংপংয়ে বিগত কয়েকদিন ধরে তুষারপাত চলছে। যার ফলে পাহাড়ি এলাকাগুলোতে বাড়ছে পর্যটকদের ভিড়। আপাতত রাতের তাপমাত্রা কমার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন : নামমাত্র পুঁজিতে এখনই শুরু করুন এই ব্যবসা, ২০২৪ -এ পাবেন কাঁড়ি কাঁড়ি টাকা