শুধু টাকা তোলা নয়, এবার থেকে ATM মেশিন ব্যবহার করে আপনি কার্ড ছাড়াই টাকা জমা দিতে পারবেন। এর জন্য আর আলাদা করে ব্যাঙ্কে ছুটতে হবে না। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি বৈঠকে এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন UPI ব্যবহার করে ATM এর মাধ্যমেই টাকা তোলার পাশাপাশি জমাও করা যাবে।
কী জানিয়েছে RBI?
নতুন নিয়ম সম্পর্কে RBI গভর্নর বলেছেন এবার থেকে UPI -এর মাধ্যমে গ্রাহকেরা ATM -এর মাধ্যমে টাকা জমা করতে পারবেন। খুব কম সময়ে এখন যেমন টাকা তোলা যাচ্ছে, তেমনই কম সময়ে টাকা জমাও হয়ে যাবে। বর্তমানে কার্ড ছাড়া টাকা তোলা যায় ATM থেকে। তবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ডেবিট কার্ড এবং ক্যাশ টাকা সঙ্গে রাখতে হয়।
বর্তমানে বিভিন্ন ATM -এ ক্যাশ ডিপোজিট মেশিনও থাকে। ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহকেরা তাদের অ্যাকাউন্টে ক্যাশ টাকা জমা করতে পারেন। এর ফলে যেমন গ্রাহকদের সময় বেঁচেছে, তেমনই ব্যাঙ্ক কর্মীদের উপর চাপ কমেছে। টাকা তোলা এবং জমা করার জন্য এখন আর ব্যাঙ্কে লাইন দেওয়ার প্রয়োজন নেই। আগামী দিনে আরো উন্নততর হবে এই পরিষেবা।
কার্ড ছাড়া কীভাবে জমা করবেন টাকা?
RBI গভর্নর জানিয়েছেন বর্তমানে যে কোনও UPI পেমেন্ট প্রিপেইড পেমেন্ট ইন্টারফেস বা PPI -এর মাধ্যমে হয়। ওয়েব থেকে বা PPI ব্যবহারকারী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করা যায়। এই PPI ওয়ালেটের মাধ্যমে UPI পেমেন্ট করার জন্য থার্ড পার্টি UPI অ্যাপকে অনুমোদন দেওয়া হতে পারে।
আরও পড়ুন : ATM থেকে জাল নোট পেলে কী করবেন? কীভাবে পাবেন আসল নোট
কার্ড ছাড়া কীভাবে ATM -এ টাকা জমা করবেন?
UPI -এর সাহায্যে এখন যেমন টাকা তোলা যাচ্ছে ঠিক সেই ভাবেই ATM -এ টাকা জমা করা যাবে। কার্ড ছাড়া টাকা তুলতে গেলে UPI কার্ড লেস ক্যাশ অপশন বেছে নিতে হবে। তারপর QR Code স্ক্যান করে UPI পিন বসাতে হবে।
আরও পড়ুন : কোন ব্যাঙ্কের ATM থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?
ATM বুথে কীভাবে টাকা জমা দেবেন
- ATM মেশিনের মাধ্যমে টাকা জমা করা যাবে,
- ATM মেশিনে ATM Card প্রবেশ করান,
- Pin Number লিখুন।
- Deposit অপশন সিলেক্ট করুন।
- যত টাকা জমা দিতে চান সেই টাকা মেশিনের মধ্যে রেখে Confirm করুন।
- মেশিন স্বয়ংক্রিয়ভাবে আপনার জমা করা টাকা গুনে স্ক্রিনে টাকার অংকটা দেখাবে।
- Confirm করলে টাকা জমা হয়ে যাবে।