বর্তমান সমাজে এমন বহু যুবক-যুবতী রয়েছেন যারা উচ্চ শিক্ষিত হয়েও একটি চাকরি জোটাতে পারছেন না। দিনের পর দিন সার্টিফিকেট হাতে নিয়ে বেকার জীবন কাটাতে হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়কে। এবার এই যুব সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য এটি নতুন প্রকল্প চালু করলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।
বর্তমান সমাজে সবারই একটি চাকরি ভীষণভাবে দরকার তা পুরুষ হোক অথবা নারী। কিন্তু বর্তমান সমাজের চাকরির যা বেহাল অবস্থা তাদের একটি ভালো চাকরি পাওয়া রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। দিনের পর দিন বেকারত্বের জীবন কাটাতে গিয়ে অনেকে ভুল পথে হয়ে এগিয়ে যাচ্ছে তাই যুব সমাজের কথা চিন্তা করেই এবার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বেকার যুবক যুবতীদের হাতে প্রতিমাসে তুলে দেওয়া হবে ২৫০০ টাকা।
এই প্রকল্পে বেকার যুবক-যুবতীদের যে টাকা দেওয়া হবে তার ৪০% দেবে কেন্দ্রীয় সরকার এবং ৬০% দেবে রাজ্য সরকার। সবাই যে এই প্রকল্পের টাকা পাবে তা কিন্তু নয়। এই প্রকল্পের অধীনে টাকা পেতে গেলে ঠিক কি কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক।
এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করার জন্য অবশ্যই আবেদনকারীকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। আপনি যদি বেকার যুবক বা যুবতী হন এবং আপনার নাম যদি এক্সচেঞ্জ অফিসের নথিভুক্ত না করা থাকে তাহলে সত্তর গিয়ে যোগাযোগ করুন এবং নাম নথিভুক্ত করুন এক্সচেঞ্জ অফিসে।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া আপনার পারিবারিক সদস্যদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যেই থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এই শর্তগুলি যদি আপনি পালন করতে পারেন তাহলেই আপনি আবেদন করতে পারেন যুবশ্রী প্রকল্পের জন্য।
আরও পড়ুন : এক্সপ্রেস ট্রেনের টিকেট দিয়ে লোকাল ট্রেনে চড়া যায়? ৯৯% যাত্রী জানেন না ট্রেনের এই নিয়ম
এই প্রকল্পের আবেদনের জন্য আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটের নিউ এনরোলমেন্ট জব সিকার, অপশনে গিয়ে ক্লিক করতে হবে। খুলে যাবে একটি নতুন উইন্ডো। সেখানে গিয়ে সমস্ত যাবতীয় নথিপত্র দিয়ে ফর্ম পূরণ করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন মানার পর যদি আপনি যুবশ্রী প্রকল্পের আওতায় আসেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন এই প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা।
আরও পড়ুন : মেয়াদের আগেই ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নিলে কত সুদ পাবেন? কত টাকার লোকসান হবে?