উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গসহ গোটা পশ্চিমবঙ্গে (West Bengal) এখন আবহাওয়ার (Weather) ব্যাপক পরিবর্তন ঘটেছে। টানা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে যে শীতের হাত থেকে আমরা বঞ্চিত ছিলাম সেই বহু অপেক্ষাকৃত শীত (Winter) এখন এসেছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে। আগামী দিনে তাপমাত্রা কি আরো কমবে? কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা? জানুন বিস্তারিত।
কোন জেলায় ১০ আবার কোন জেলায় ৯, তাপমাত্রার পারদ এখন কমছে হু হু করে। ঠান্ডায় রীতিমতো কাঁপুনি ধরে যাচ্ছে, সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। যদিও এই ঠান্ডার জন্যই এতদিন অপেক্ষা করেছিল সাধারণ মানুষ। আগামী দিনে বাংলায় আরো বেশি ঠান্ডা পড়লেও মাঝে শুক্রবার এবং শনিবার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বগামী হবে বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা।
গতকাল অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ এবং ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই মুহূর্তে পড়েছে ব্যাপক ঠান্ডা। সোমবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে কোন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটেছে তার ফলে এই বছর বড়দিনে কিছুটা হলেও কম ঠান্ডা উপভোগ করতে হবে সাধারণ মানুষকে।
জম্মু-কাশ্মীর থেকে উত্তরাখন্ড, বিহার, ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত যে কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে তার ফলে গত ১১ই ডিসেম্বর থেকে তৈরি হয়েছে শীতের মরশুম। আপাতত এই লম্বা ইনিংস চলবে ২২ তারিখ অবধি, তবে ২৫শে ডিসেম্বর কিছুটা তাপমাত্রার হের ফের হবে বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে কোন বৃষ্টির দাপট না দেখা গেলেও দক্ষিণ ভারত এখন রয়েছে জলের তলায়।
আরও পড়ুন : ২০২৪ -এ চাকরিতে প্রমোশন মাইনে বাড়বে! গুরুগোচরে বৃহস্পতির কৃপা পাবেন এই ৪ রাশি
রবিবার থেকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাহত হয়েছে জনজীবন।তিরুনেলভেলি, তুতিকোরিন জেলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর দুটি দল পৌঁছে গেছে। পৌঁছে গেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে চার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য আগাম সর্তকতা দিয়ে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছি স্কুল এবং কলেজ।
আরও পড়ুন : আর চলবে না লোহার গ্যাস সিলিন্ডার, কত টাকায় কীভাবে নেবেন কম্পোজিট সিলিন্ডার জানুন
আগামী শুক্রবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে। এই মুহূর্তে উত্তর কাশ্মীরের উপর একটি ঘূনাবর্ত অবস্থান করছে, আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতের কোমরিন এলাকায়। এই দুই ঘূর্ণাবর্তের ফলে আগামী শুক্রবার এবং শনিবার কিছুটা হলেও তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমবঙ্গের। তবে মঙ্গল এবং বুধবার নাগাদ সেই তাপমাত্রা ফের কমে যাবে বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর।