ভোটের কালি দেখালেই রেস্টুরেন্টে ২০% ছাড়, বড় উপহার দিল নির্বাচন কমিশন

আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে শুরু হয়ে যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। মানুষকে ভোট দানে উৎসাহ দিতে তো নানাভাবে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে থাকলো না নির্বাচন কমিশনও। ভোট দিলেই এবার রেস্তোরাঁর বিলে মিলবে ২০ শতাংশ ছাড়। দেখাতে হবে শুধু হাতে ভোটের কালি। কোথায় মিলবে এমন সুযোগ? জানুন বিস্তারিত।

ভোটের কালি দেখালেই রেস্টুরেন্টের বিলে মিলবে ছাড়

সম্প্রতি উত্তরাখন্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড হোটেল অ্যাসোসিয়েশন। মানুষকে ভোট দান করানোর জন্যই তারা এমন অফার দিচ্ছেন। আগামী ১৯ শে এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোট দান পর্ব। সেই দিন থেকেই লাগু হবে এই অফার।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটার ভোট দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে। যদিও আজও ভারতের একটা বড় অংশের মানুষ ভোট দিতে চান না। দিনের পর দিন বছরের পর বছর ভোট উপেক্ষা করে চলেন তারা। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের নতুন অফারের ফলে ভোট সংখ্যা বাড়ানো যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।

আরও পড়ুন : আপনার এলাকার ভোট প্রার্থীর কোন কোন ক্রিমিনাল রেকর্ড আছে জেনে নিন এইভাবে

ভারতের প্রত্যেক যোগ্য ব্যক্তিই ভোটদানে এগিয়ে আসুন, এমনটাই চাইছে নির্বাচন কমিশন। আর তাতে নানাভাবে সহায়তা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এমনিতে রাজনৈতিক দলগুলো ভোটারদের নানাভাবে প্রলোভন দেখিয়ে ভোট টানার চেষ্টা করে। যদিও তা নির্বাচন কমিশনের নীতিবিরুদ্ধ।

আরও পড়ুন : ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং

কতদিন মিলবে এই সুযোগ?

উত্তরাখণ্ডের মুখ্য ইলেক্টোরাল অফিসার বিজয় কুমার যোগদান্দে বলেছেন, “রাজ্যে ভোট সংখ্যা বাড়াতে একাধিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এই প্রস্তাবনা এনেছিল। নির্বাচন কমিশন এতে রাজি হয়েছে।” উত্তরাখণ্ডে ৫ টি লোকসভা কেন্দ্র রয়েছে।‌ ১৯ শে এপ্রিল প্রথম দফাতেই ভোট পর্ব মিটবে। উত্তরাখণ্ডের ভোটাররা হাতে ভোটের কালি দেখিয়ে ১৯ শে এপ্রিল বিকেল থেকে ২০ শে এপ্রিল পর্যন্ত রেস্টুরেন্টে খেতে গেলে ২০ শতাংশ ছাড় পাবেন।