এই ভ্যাপসা গরম আর কদিন? কবে হবে বৃষ্টি? কি বলছে আবহাওয়া দপ্তর

পয়লা বৈশাখ থেকেই কার্যত খাতায়-কলমে গ্রীষ্মের শুরু। সেইমতো ক্রমশ বাড়ছে রাজ্যের তাপমাত্রা। বিগত কিছুদিন ধরে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কম ছিল। কিন্তু এখন আর কোথাও তেমন বৃষ্টির খবর নেই। বরং তাপপ্রবাহের আপডেট রয়েছে। যে কারণে আবহাওয়া নিয়ে চরম সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তরও।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী ৪৮ ঘন্টা তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থাকলেও কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আর কোথাও বৃষ্টির কোনও খবর নেই।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের খবর রয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শনির কৃপায় ভাগ্য তুঙ্গে ৩ রাশির! আগামী ৬ মাসে ফুলেফেঁপে বাড়বে ধন-সম্পদ

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

বর্তমানে বিহারের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত্য সক্রিয় হয়েছে। যার প্রভাবে উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং আসামে ঝড় বৃষ্টির দাপট চলবে। উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, জলপাইগুড়িতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

এছাড়া উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং উভয় দিনাজপুরে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন : আটকে যাবে কারচুপি, এই মেশিন লাগালেই ঘুরে যাবে ভোটের রেজাল্ট

দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা

দক্ষিণবঙ্গে এখন কদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপপ্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে। যে কারণে আগামী কয়েক দিন সকাল ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবি বিশেষজ্ঞরা। বাইরে বের হতে হলে সুতির পোশাক পরুন। সঙ্গে জল ও গ্লুকোজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।