আগামী ২০ দিন শিয়ালদা লাইনে বন্ধ থাকবে এই ২০টি ট্রেন! দেখুন তালিকা

Sealdah Train Cancel : রেলওয়ে মেইন্টেনেন্সের কারণে আগামী ২০ দিনের জন্য বাতিল থাকবে শেয়ালদা লাইনের একাধিক লোকাল ট্রেন। ব্যালেস্টহীন ট্র্যাক মজবুতিকরণ এবং রক্ষণাবেক্ষণ চলবে ১৮ই এপিল থেকে ৭ই মে পর্যন্ত। যে কারণে ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক করা থাকবে। এর জন্য বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। কিছু ট্রেনের পথ পরিবর্তন হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন রয়েছে এই তালিকাতে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

  • ৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত,
  • ৩৩১১ বারাসাত-হাসনাবাদ,
  • ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ,
  • ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন,
  • ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম,
  • ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট,
  • ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ,
  • ৩৩২৮২ হাসনাবাদ-দমদম জংশন,
  • ৩৩২৩১ দমদম জংশন-ব্যারাকপুর,
  • ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম জংশন,
  • ৩৩২৭১ দমদম জংশন-গোবরডাঙ্গা,
  • ৩৩৬৮৬ গোবরডাঙ্গা-শিয়ালদহ,
  • ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা,
  • ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট,
  • ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর,
  • ৩০৩১৪ দত্তপুকুর- মাঝেরহাট,
  • ৩৩৪৩৫ শিয়ালদহ-বারাসাত,
  • ৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর,
  • ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ,
  • ৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর,
  • ৩১২৪২ ব্যারাকপুর- শিয়ালদহ,
  • ৩০৩১২ বারাসাত-মাঝেরহাট,

কোন কোন ট্রেনের যাত্রাপথ কমেছে?

  • ৩০৩৪৬ বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে।
  • ৩০৩৪৪ বনগাঁ জংশন-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত যাবে।
  • ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত যাবে।
  • ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ পর্যন্ত চলবে।
  • ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল বারাসাত থেকে ছাড়বে।
  • ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

আরও পড়ুন : কোন রুটে চলবে সামার স্পেশাল Vande Bharat Express, দেখুন রুট ও টাইম টেবিল

কোন কোন ট্রেন কর্ড লাইনে চলবে?

৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে পথ পরিবর্তন করে আপ কর্ড লাইন ধরে চলবে।