কম বাজেটের মধ্যে যদি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে হাতের কাছেই রয়েছে সেই সুযোগ। ঘুরে আসতে পারেন নেপাল থেকে। বাজেটের চিন্তাও খুব বেশি করতে হবে না। কম বাজেটের মধ্যে কীভাবে করবেন নেপাল ভ্রমণ? সেই সুযোগ এবার করে দিল IRCTC। IRCTC আগামী মে-জুন মাসে Best Of Nepal ট্যুর রেখেছে। জেনে নিন এর সম্পর্কে বিস্তারিত।
IRCTC -এর Best Of Nepal ট্যুর
মে এবং জুন মাসে নেপাল ভ্রমণের জন্য ২ টি প্যাকেজের ব্যবস্থা করেছে IRCTC। একটি টুইট বার্তা মারফত IRCTC এর তরফ থেকে প্রচার চালানো হচ্ছে। জানানো হয়েছে যে এই ট্যুর প্যাকেজে যাত্রীদের নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পোখরাতে নিয়ে যাওয়া হবে। ৫-৬ দিনের এই ট্যুর প্যাকেজে নেপালের একাধিক জনপ্রিয় স্থান ঘুরিয়ে দেখানো হবে।
কী কী দেখবেন?
নয়া দিল্লি থেকে শুরু হবে যাত্রা। পশুপতিনাথ মন্দির, মনোকামনা মন্দির, গুপ্তেশ্বর মহাদেব মন্দির সহ আরও অনেক জায়গা ঘুরিয়ে দেখানো হবে যাত্রীদের। ২৩শে মে ও ১৫ই জুন, এই দুইদিন থেকে যাত্রা শুরু হবে। ট্যুর প্যাকেজে আপনাকে ৩ রাত কাঠমান্ডুতে এবং ২ রাত পোখরাতে থাকতে হবে।
আরও পড়ুন : কখন কনফার্ম তৎকাল টিকিট ক্যানসেল করলে ফেরত পাবেন টাকা? জানুন রেলের নিয়ম
কীভাবে যাবেন?
মোট ৫ রাত ৬ দিনের ট্যুর প্ল্যান করা হয়েছে। দিল্লি থেকে কাঠমান্ডু ও কাঠমান্ডু থেকে দিল্লি পৌঁছানোর জন্য বিমানের টিকিট পাবেন। নেপাল এয়ারলাইন্সের টিকিট দেওয়া হবে। যাত্রীদের ইকোনমিক ক্লাসে ভ্রমণের সুবিধা দেওয়া হবে। প্যাকেজের মধ্যেই ব্রেকফাস্ট এবং ডিনার দেওয়া হবে।
আরও পড়ুন : বদলে গেল নিয়ম, এবার থেকে স্টেশনে এই কাজ করলেই হবে জেল
কীভাবে বুকিং করবেন?
যারা যেতে ইচ্ছুক তারা IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করে নিতে পারবেন। এছাড়া ফোন করে প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন 8287930747/ 8287930624/ 8287930718/ 9717648888 নম্বর থেকে। মোট ৩৬ টি আসন রয়েছে। যাতায়াত, ঘোরাঘুরি সবশুদ্ধ জন পিছু ৩৬ হাজার ৫০০ টাকা প্যাকেজ ধরা হয়েছে।