ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হয়ে যাওয়ার পর থেকে কার্যত ব্যাঙ্কে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করানোর দিন শেষ হয়েছে। বেশিরভাগ মানুষ এখন UPI ব্যবহার করে নিরাপদে এবং অনেক সহজে ডিজিটাল পেমেন্ট করছেন। এরজন্য প্রয়োজন UPI অ্যাকাউন্ট, যার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ থাকবে। ডেবিট কার্ড ছাড়াও কিন্তু আপনি UPI অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। কীভাবে? দেখুন পদ্ধতি।
UPI অ্যাকাউন্ট খোলার জন্য ডেবিট কার্ড বা ATM কার্ড ব্যবহার করতে পারেন তবে এই কার্ড থাকা বাধ্যতামূলক নয়। আপনি আধার কার্ডের মাধ্যমেও UPI অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে। এর জন্য আপনাকে UPI অথবা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে।
ডেবিট কার্ড ছাড়া কীভাবে UPI অ্যাকাউন্ট খুলবেন?
- আপনার ফোনে UPI অ্যাপ্লিকেশনটি খুলুন।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর লিখুন।
- UPI পিন বানানোর জন্য New Pin অপশন নির্বাচন করুন।
- আধার কার্ড অপশন নির্বাচন করুন।
আরও পড়ুন : ১ টি মোবাইল নম্বরে সর্বোচ্চ কতগুলি Aadhaar Card লিংক করা যায়? কী নিয়ম আছে UIDAI -এর?
- আধার নম্বরের শেষ ছয়টি সংখ্যা লিখুন।
- মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটা লিখুন।
আরও পড়ুন : নিজের ফোনেই করে নিন Aadhaar Card আপডেট! রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
- ব্যাঙ্ক থেকে একটি নিশ্চিতকরণ SMS আসবে। এরপর UPI পিন সেট করতে পারবেন।
- UPI পিন সেট হয়ে গেলেই তৈরি হয়ে গেল অ্যাকাউন্ট। এবার আপনি সহজেই এর থেকে লেনদেন করতে পারবেন।