আজ থেকে বাড়বে তাপমাত্রা, বড়দিনের আগেই ব্যাপক রদবদল আবহাওয়ায়, রইল আপডেট

South Bengal Weather : ডিসেম্বর মাসের শুরু থেকেই হাড়কাঁপানি ঠান্ডা (Winter) বেশ ভালোই অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায়। তবে এবার আবহাওয়াতে ব্যাপক রদবদল টের পাওয়া যাবে। বিশেষ করে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির বদল হতে চলেছে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ২৬ শে ডিসেম্বর পর্যন্ত কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দেখে নিন।

শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। উত্তরবঙ্গেও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোথাও বৃষ্টিপাত হবে না। এমনকি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও নেই। শুক্রবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

আরও পড়ুন : প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন যুবক-যুবতীরা, রাজ্য সরকারের এই প্রকল্পে এইভাবে করুন আবেদন

এছাড়াও আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। বড়দিনের আবহাওয়া থাকবে শুষ্ক। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন : বাংলায় বিয়ে করতে গেলে মানতেই হবে এই নিয়ম, নতুন সিস্টেম চালু করল রাজ্য সরকার

এদিকে আগামী তিনদিনে গোটা পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রী বৃদ্ধি পাবে। পরের দুদিন রাতের তাপমাত্রাতে কোনো পরিবর্তন হবে না। শুক্রবার, শনিবার এবং রবিবার দক্ষিণের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।